ব্যাট হাতে উপভোগ্য সময় কাটাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। গতকাল (বৃহস্পতিবার) তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আইসিসির পূর্ণ সদস্য সকল দেশের বিপক্ষে সেঞ্চুরিতে নতুন ইতিহাসের সূচনা করলেন হোপ। যদিও তার এমন কীর্তি ম্লান করে ক্যারিবীয়দের হারিয়ে দেয় নিউজিল্যান্ড।
নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয় এই উইকেটরক্ষক ব্যাটার ৬৯ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১০৯ রান করেন। তা সত্ত্বেও তার দলের পুঁজি দাঁড়ায় ২৪৭ রান। মূলত হোপ ছাড়া অন্য কোনো উইন্ডিজ ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। বিপরীতে ডেভন কনওয়ের ৯০ রানে ভর করে কিউইরা ৫ উইকেটে জয় নিশ্চিত করে। এর মধ্য দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো স্বাগতিক নিউজিল্যান্ড।
শাই হোপ ছাড়া বিশ্বের আর কোনো ব্যাটারের সব ফরম্যাট মিলিয়েও আইসিসির সকল পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সেঞ্চুরির কীর্তি নেই। ক্যারিবীয় এই তারকা সেঞ্চুরি করেছেন– অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দুটি এবং ভারতের সঙ্গে একটি সেঞ্চুরি আছে হোপের। ওয়ানডেতে ম্যাজিক ফিগার পূর্ণ করেন বাকি দলগুলোর সঙ্গে। এর বাইরে হোপ চলতি বছরই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে (টি-টোয়েন্টি) সেঞ্চুরি করেন।
সবমিলিয়ে ১৩টি দেশের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ৩২ বছর এই ডানহাতি ব্যাটার। সংখ্যার হিসাবে এটিও সর্বোচ্চ। হোপ এতদিন মাহেলা জয়াবর্ধনে ও ক্রিস গেইলের সমান ১২ দেশের সঙ্গে সেঞ্চুরির রেকর্ড ভাগাভাগি করছিলেন। তাদের দুজনকেই ছাড়িয়ে গেলেন তিনি। এ ছাড়া আরও ৯ ব্যাটারের ১১টি দেশের সঙ্গে সেঞ্চুরির নজির আছে। তারা হচ্ছেন– শচীন টেন্ডুলকার, গ্যারি কার্স্টেন, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, হাশিম আমলা, শিখর ধাওয়ান, মার্টিন গাপটিল ও পল স্টার্লিং।
সর্বোচ্চ ১২টি দেশের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করার রেকর্ডটিও হোপের দখলে। সবমিলিয়ে ফরম্যাটটিতে তার সেঞ্চুরি ১৯টি। অন্যদিকে, ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি করা টেন্ডুলকার ম্যাজিক ফিগার পান ১১টি দেশের সঙ্গে। সবমিলিয়ে ১০টি দেশের মাটিতে ওয়ানডে সেঞ্চুরি করলেন হোপ। সমান ১২ দেশে সেঞ্চুরির কীর্তি আছে বিরাট কোহলি ও গেইলের। তাদের সামনে আছেন কেবল দুজন– শচীন টেন্ডুলকার ও সনৎ জয়সুরিয়া। দুজনই সমান ১২টি দেশে ওয়ানডেতে ম্যাজিক ফিগার পূর্ণ করেন।
ইএ/এসএন