সমুদ্রের ডাক ফের উপেক্ষা করতে পারল না মোয়ানা। তবে এবার আর অ্যানিমেশনের রঙিন দুনিয়ায় নয়, মানুষের অবয়বে পর্দায় ফিরছে ডিজনির এই জনপ্রিয় চরিত্র। অবশেষে প্রকাশ্যে এল বহুল প্রতীক্ষিত 'মোয়ানা'র লাইভ-অ্যাকশন সিনেমার টিজার ট্রেলার। সদ্য মুক্তি পাওয়া এই টিজারে নাম ভূমিকায় (মোয়ানা) দেখা গেছে নবাগতা অভিনেত্রী ক্যাথরিন লাগাইয়াকে।
টিজারজুড়েই ছিল সেই পরিচিত নস্টালজিয়া, যেখানে মোটুনুই দ্বীপের গণ্ডি পেরিয়ে সমুদ্রের আহ্বানে সাড়া দেয় এক সাহসী তরুণী। টিজারের শুরুটা দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় ২০১৬ সালের সেই জনপ্রিয় অ্যানিমেটেড ছবিটির শুরুতে।
যেখানে শিশু মোয়ানা প্রথমবারের মতো সমুদ্রের জাদুকরী স্পর্শ পায়, একটি ঝিনুক তাকে সমুদ্রের গভীরের দিকে টানে। টিজারের অন্যতম বড় চমক ছিল বিশাল আকৃতির এক বাজপাখি, যা মুহূর্তের মধ্যে রূপ পরিবর্তন করে ডেমিগড বা উপদেবতা 'মাউই'-তে পরিণত হয়। আর এই চরিত্রে অ্যানিমেশন সিনেমার মতোই অভিনয় করেছেন হলিউড সুপারস্টার ডোয়াইন জনসন (দ্য রক)।
টিজারের শেষ দৃশ্যে ভেলায় চড়ে সমুদ্র পাড়ি দিতে দেখা যায় ক্যাথরিনকে। সেখানে নিজের পরিচয় দিয়ে তাকে গাইতে শোনা যায় সেই আইকনিক সংলাপ ‘আই অ্যাম মোয়ানা’। এমি এবং টনি অ্যাওয়ার্ড বিজয়ী পরিচালক থমাস কাইল এই সিনেমাটি পরিচালনা করছেন।
প্রযোজনায় রয়েছেন ডোয়াইন জনসন, বিউ ফ্লিন, লিন-ম্যানুয়েল মিরান্ডা এবং ড্যানি গার্সিয়ার মতো ব্যক্তিত্বরা। এছাড়া মূল অ্যানিমেটেড সিনেমায় মোয়ানার কণ্ঠ দেওয়া আউলি ক্রাভালহো এবার থাকছেন নির্বাহী প্রযোজক হিসেবে। ক্যাথরিন ও ডোয়াইন জনসন ছাড়াও সিনেমায় মোয়ানার বাবা 'চিফ তুই' চরিত্রে জন তুই, মা 'সিনা' চরিত্রে ফ্র্যাঙ্কি অ্যাডামস এবং দাদী 'তালা' চরিত্রে রেনা ওয়েন অভিনয় করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে হাওয়াই দ্বিপপুঞ্জে নিজের মেয়েদের সঙ্গে একটি ভিডিও বার্তার মাধ্যমে ডোয়াইন জনসন প্রথম এই লাইভ-অ্যাকশন রিমেকের ঘোষণা দিয়েছিলেন। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই সিনেমার লক্ষ্য। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ১০ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
এসএন