দেশের যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে গিয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর বলেছেন, আমরা চাই আমাদের বাচ্চারা খেলাধুলায় ফিরে আসুক, তারা যেন ড্রাগ আসক্তিতে না পড়ে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আসিফ আকবর বলেন, বাচ্চারা যেন মাদকের দিকে না যায়। কারণ আমাদের দেশের দুই প্রান্তে দুই দেশের সীমান্ত (ভারত-মিয়ানমার) একটি দেশ পাঠায় ফেনসিডিল, আরেকটি পাঠায় ইয়াবা। আরও যদি কয়েকটি দেশের বর্ডার থাকত, তাহলে বাংলাদেশ হাওয়াই উড়ে যেত।
তিনি বলেন, গত ১০ বছর ধরে চলমান প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টের কার্যকারিতা আগে তেমন পাওয়া যায়নি। তাই এটিকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে, যাতে ভবিষ্যতে আরও ফলপ্রসূ হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ ও ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমির সভাপতি রাশেদ ইকবাল। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিসিবি পরিচালক হাসানুজ্জামান, মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম এবং বিসিবির আম্পায়ার সাকির। এ ছাড়া, স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রিকেটার ও আম্পায়াররা অনুষ্ঠানে অংশ নেন।
এমআর/টিকে