বলিউডের জনপ্রি চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। তিনি সম্প্রতি সানিয়া মির্জার শো ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’তে হাজির হয়ে তার পর্দার বাইরে থাকা ব্যক্তিজীবন এবং বাবা হিসেবে নিজের দায়িত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিশেষ করে সন্তান যশ ও রুহিকে স্কুলে যাতে কোনও ধরনের ব্যঙ্গ-বিদ্রুপের মুখে না পড়তে হয়, সে কারণেই তিনি নিজের পোশাকের স্টাইল পর্যন্ত বদলে ফেলেছেন বলে জানান।

করণ জোহরের যমজ সন্তান রুহি ও যশের জন্ম ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে। ছোটবেলা থেকেই তাদের স্ক্রিন টাইম সীমিত রাখার বিষয়ে করণ বলেন, ইন্টারনেটে অনেক কিছুই তারা একদিন দেখতে পাবে। আমি তো নিজের মতো করে কাজ করেছি। জানি, আমি জয়া প্রদার স্টেপে নেচেছি, ঋষি কপূরের নয়। ওই ফুটেজগুলো তারা দেখে কী ভাববে এই ভাবনাই আমাকে চিন্তিত করে।
তিনি আরও জানান, স্কুলে কিছু মন্তব্যের কারণে তিনি নিজের পোশাকেও পরিবর্তন এনেছেন। করণ বলেন, আমি ম্যাক্সিমালিস্ট মানুষ। সিকুইন জ্যাকেট পরতে ভালোবাসি। কিন্তু বাচ্চারা স্কুলে গিয়ে যদি এর জন্য কষ্ট পায়, তাই নিজেকে মানিয়ে নিচ্ছি। কেউ বলে নিজের মতো হও, কিন্তু বাবা-মা হলে ভয় থেকেই যায়। আমি চাই না তারা অনলাইনে গিয়ে এমন কিছু দেখুক, যেটা দেখে আমাকে নিয়ে লজ্জা পায়। তবে করণ স্পষ্ট করে বলেন, তিনি নিজের সত্তাকে অস্বীকার করতে চান না। বরং চান তার সন্তানরা এমন পরিবেশে বড় হোক যেখানে সবকিছুকে, সবার পছন্দ-অপছন্দকে সম্মান করতে শেখানো হয়।
প্রসঙ্গত, মুম্বাইয়ে করণ জোহর তার মা হিরু জোহরের সঙ্গে থাকেন। তিনি তার বাবা যশ জোহর ও মা হিরুর নাম অনুসারে সন্তানদের নাম রেখেছেন যশ ও রুহি। করণের পরিচালিত সর্বশেষ সিনেমা ছিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, যেটা ২০২৩ সালে মুক্তির পর সাড়া ফেলেছিল। সিনেমাটিতে অভিনয় করেছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরপি/এসএন