বিশ্বের অন্যতম খ্যাতিমান চলচ্চিত্র তারকা হিসেবে যদি কারো নাম বলতেই হয় তবে অবশ্যই সেই তালিকায় নাম আসবে বলিউড বাদশা শাহরুখ খানের। যার জনপ্রিয়তার কাছে ধারেও নেই হলিউডের তাবড় তাবড় অভিনেতারাও। সেই শাহরুখ খানকে নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বিবেক ওবেরয়।
তার দাবি, আগামী ২৫ বছরে শাহরুখকে কেউ চিনতে পারবেন না। কেউ মনেই রাখবেন না শাহরুখকে। পিঙ্কভিলার সঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন বিবেক।
এ আলাপচারিতায় বিবেক ওবেরয় বলেন, “ষাটের দশকের কোনো সিনেমা, কোনো নায়কের কথা আজকাল জিজ্ঞাসা করলে কেউ পাত্তাই দেয় না। শেষ পর্যন্ত আপনাকে ইতিহাসে হারিয়ে যেতে হবে। ২০৫০ সালে মানুষ হয়তো বলবেন, শাহরুখ খান কে?”
বলিউড অভিনেতা রণবীর কাপুরের দাদা রাজ কাপুরের প্রসঙ্গ টেনে আনেন বিবেক। এ অভিনেতা বলেন, “এখন কি কেউ জিজ্ঞাসা করে, “রাজ কাপুর কে?” আমি আর আপনি তাকে সিনেমার ‘ঈশ্বর’ বলি। কিন্তু রণবীর কাপুরের কোনো তরুণ ভক্তকে জিজ্ঞেস করলে, সে হয়তো জানেই না রাজ কাপুর কে ছিলেন। সুতরাং, শেষ পর্যন্ত ইতিহাস আমাদের সবাইকে বিস্মৃতির অন্ধকারে ঠেলে দেয়।”
বেশ প্রত্যাশা জাগিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন বিবেক। কিন্তু হাতেগোনা কিছু ছবির পরই সালমান খানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে বিতর্কিত চরিত্র হয়ে ওঠেন তিনি। এখন পরিস্থিতি এমন যে মাঝেমধ্যে কিছু কাজ ছাড়া অভিনয়ের কাছে ধারেও নেই তিনি। ব্যবসাতেই মনোনিবেশ করতে হয়েছে তাকে।
২০০২ সালে ‘কোম্পানি’ ছবির হাত ধরে বলিউডে যাত্রা শুরু হয় বিবেকের। পর পর বেশ কিছু ছবিতে নজরও কাড়েন তিনি। কিন্তু সেই সাফল্য বেশিদিন স্থায়ী হননি।
কেএন/এসএন