বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি নিজের কর্মধারা ও সাফল্য সম্পর্কে এক গভীর বার্তা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, অন্যরা কী করছে তা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। জীবনে সৎ প্রচেষ্টা থাকলে সাফল্য নিজেই পথ খুঁজে নেয়। তার ভাষায়, সাফল্য জলের মতো যেখানে বাধা দেখবে, সেখানেই নিজের রাস্তা তৈরি করবে।
বিক্রান্ত আরও বলেন, কারও কাজ কখনো ব্যক্তির চেয়ে ছোট নয়। বরং শিল্পী বা কর্মীর কাজই তাকে বড় করে তোলে, মানুষ নয়। তাই বিনয়, মনোযোগ এবং সততার ওপর জোর দিয়ে তিনি নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেন নিজের কাজকে শ্রদ্ধা করা মানেই নিজের যাত্রাকে শক্তিশালী করা।
বলিউডে দীর্ঘ প্রতিযোগিতা ও চাপের মধ্যে থেকেও বিক্রান্তের এই ইতিবাচক দর্শন অনেককেই অনুপ্রাণিত করছে। তার কথায় সেই পরিচিত স্বর—কাজকে ভালোবাসো, কাজই তোমাকে পথ দেখাবে।
আরপি/এসএন