বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন আবারো জীবনদর্শনের গভীর বার্তায় ভরিয়ে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যম। বয়স, অভিজ্ঞতা ও সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে আসা এই কিংবদন্তি অভিনেতা এবারও মনে করিয়ে দিলেন নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়ার প্রয়োজনীয়তা।
তিনি লিখেছেন, যখন দুনিয়া বলবে তোমার দ্বারা কিছুই হবে না, তখনই নিজের সীমানা নিজে ঠিক করে নিতে হবে। কারণ সেই শক্তি মানুষের ভেতরেই লুকিয়ে থাকে। তার মতে, যে মন সত্যিকারের উড়তে চায়, তাকে থামিয়ে রাখার ক্ষমতা কারও নেই।
অমিতাভের এই বার্তা নতুন প্রজন্ম থেকে শুরু করে ভক্তদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। একদিকে কঠোর পরিশ্রম, অন্যদিকে আত্মবিশ্বাস এই দুইয়ের সমন্বয়ই তার দীর্ঘ ক্যারিয়ারের মূল ভিত্তি। পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রজগতে অমর উপস্থিতি ধরে রাখা তার জীবনের প্রমাণ, কাউকে কিছু প্রমাণ করতে হয় না; বরং নিজের শক্তিকেই সঠিক পথে কাজে লাগানোই সাফল্যের আসল রহস্য।
তার বার্তায় যেন উঠে আসে সেই পুরোনো পরিচিত দৃঢ়তা বাধা আসবে, সমালোচনা হবে, কিন্তু মন যদি উড়তে চায়, তাহলে আকাশ থেমে থাকে না।
আরপি/এসএন