গণশুনানিতেই মন জয় করলেন ডিসি জাহিদুল ইসলাম

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সেই পরিচিত ধূসর দরজার সামনে বুধবার সকাল থেকেই ভিড় জমতে শুরু করে। রোদ তখনো নরম, কিন্তু মানুষের চোখে-মুখে পড়া কষ্টের রেখা ছিল গাঢ়। কারও হাতে কাগজের ছোট ফাইল, কারও হাতে ওয়ারিশ সনদ বাতিলের আবেদন, আবার কেউ এসেছে সুপেয় পানির ব্যবস্থা কিংবা আদরের সন্তানের পড়ালেখার সহযোগিতা চাইতে। এসব মানুষ এসেছেন এক লক্ষ্য নিয়ে-একজন মানুষকে দেখতে, যিনি দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই আলোড়ন তৈরি করেছেন তার মানবিকতার জন্য। তিনি হলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

হলরুমে ঢুকতেই যা চোখে পড়ে তা শুধু উপচেপড়া ভিড় নয়-দীর্ঘদিনের ভোগান্তি আর আশা মিশে থাকা মানুষের দৃষ্টি। একজন বৃদ্ধা কাঁপা হাতে অভিযোগপত্র ধরে আছেন, এক যুবক এসেছে পরিবারের নামজারি জটিলতা নিয়ে। পাশেই বসে আছেন বাঁশখালীর এক মধ্যবয়সী মানুষ, যিনি লবণাক্ত পানির সমস্যা থেকে মুক্তির আর্জি নিয়ে এসেছেন।

সবাই অপেক্ষা করছেন এক মানুষের সামনে নিজেদের কথা বলার জন্য। মানুষটি যখন প্রবেশ করলেন, পরিবেশে যেন আশ্বাসের হাওয়া বইল।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা যখন আবেদনগুলো পড়লেন, তখন তার মনোযোগ ও আচরণ দেখে বোঝা যায়- তার কাছে এসব কাগজ কেবল ডকুমেন্ট নয়, প্রতিটি মানুষের জীবন থেকে উঠে আসা যন্ত্রণার গল্প।

তিনি কোনো তাড়াহুড়ো করলেন না। প্রতিটি মানুষকে নাম ধরে ডাকলেন, সময় দিলেন, সমস্যাটি বুঝে নিলেন, তারপর সমাধান দিলেন- কখনও নির্দেশ দিয়ে, কখনও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে।

রাঙ্গুনিয়ার এমরান হোসেনের চোখে ছিল উৎকণ্ঠা। পরিবারের বাইরের একজন ভুয়া ওয়ারিশ সনদ বানিয়ে আমাদের খতিয়ান করে নিয়েছে—এ অভিযোগ তিনি বলতে না বলতেই ডিসি স্যার সংশ্লিষ্ট এসিল্যান্ডকে সরাসরি নির্দেশ দেন।

এমরান বেরিয়ে গিয়ে বললেন, আমরা এতদিন যে সমস্যায় ছিলাম, আজ মনে হলো সব শেষ হলো। মানুষটা সত্যিই আলাদা।

বাঁশখালীর জাফর আহমদ বলেন, আমাদের এলাকায় লবণাক্ততার কারণে সুপেয় পানির খুব অভাব। আমরা গভীর নলকূপ চাইতে এসেছি। ডিসি মহোদয় জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তাকে নির্দেশ দেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

ভিড়ের মাঝেই এক ধরনের স্বস্তির গুঞ্জন ছড়িয়ে পড়ে। একটা সিদ্ধান্তই কত মানুষের জীবন বদলে দিতে পারে!

এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আসেন নিজের পড়ালেখার খরচ এবং ছোট বোনের স্কুলের বেতন মওকুফের আবেদন নিয়ে। পরিস্থিতি শুনে ডিসি স্যার সঙ্গে সঙ্গে বোনের বেতন মওকুফ করেন এবং ছাত্রটির জন্য নিয়মিত আর্থিক সহায়তার ব্যবস্থা করেন।

নাম প্রকাশ না করে শিক্ষার্থী বলেন, স্যার আমার পরিবারকে বাঁচিয়ে দিলেন। এভাবে কেউ শোনে না, কিন্তু উনি শুনলেন। তার চোখের পানি যেন গণশুনানির মানবিকতার সত্যিকারের স্বাক্ষর।

যারা ঘরে ঢুকেছিলেন ভর দেওয়া ক্লান্তি ও দুশ্চিন্তায়, তারা বের হলেন হাসিমুখে। কেউ সমস্যার সমাধান পেয়েছেন, কেউ আশ্বাসের আলো।

সবার কণ্ঠে একই কথা, এই ডিসি স্যারটা যেন সবসময় এমনই থাকেন। দিন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষ আশা নিয়ে আমাদের কাছে আসে। তাদের কথা শোনা এবং সমস্যার সমাধান করা আমাদের দায়িত্ব। দুঃস্থ বা বয়োবৃদ্ধ-আমার অফিস সবার জন্য উন্মুক্ত। নিয়মিত গণশুনানি মানুষের আস্থা বাড়ায় এবং প্রশাসনকে জনগণের কাছাকাছি নিয়ে আসে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পাইপ ফেটে সড়কে ছড়িয়ে পড়ল ভোজ্যতেল Jan 08, 2026
img
৪৩ বছর পরে ফের মনে পড়ল প্রাক্তন প্রেমিকা রীনার কথা! Jan 08, 2026
img
এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত Jan 08, 2026
img
শেষ চার নয়, আপাতত ১ ম্যাচ জিততে চায় নোয়াখালী Jan 08, 2026
img
এবার ভারতীয়দের তোপের মুখে হোল্ডার, আইপিএল থেকে বাদ দেয়ার দাবি Jan 08, 2026
img
বাস্তবেও কি সমীকরণ তৈরি হয়েছে ঝাঁপি আর দীপের! Jan 08, 2026
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা, রাফিনিয়ার জোড়া গোল Jan 08, 2026
বিএনপি জামায়াত নিয়ে কি ভাবছে মানুষ? Jan 08, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া নিয়ে মুখ খুললেন তামিম Jan 08, 2026
ফিরছে মির্জাপুরের দাপুটে ছায়া Jan 08, 2026
img
খালেদা জিয়া আমাদের সাহস শিখিয়েছেন : আমীর খসরু Jan 08, 2026
img
সম্পর্ক ভাঙল খুশি কাপুর ও বেদাঙ্গ রায়নার! Jan 08, 2026
img
জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন Jan 08, 2026
img
কৃষিজমি কর্তন, খনন ও ভরাটে ২ বছরের কারাদণ্ড : ভূমি মন্ত্রণালয় Jan 08, 2026
img
প্রার্থিতা ফেরত পেতে ইসিতে ৪৬৯ আপিল, শুনানি শনিবার Jan 08, 2026
img
সৈকতেও হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী Jan 08, 2026
img
রমজান কাদিরভকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জেলেনস্কির Jan 08, 2026
img
রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্য গ্রেপ্তার Jan 08, 2026
img
দরপতন ঠেকাতে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক Jan 08, 2026
img
‘কারিশ্মা-অজয়ের সন্তানদের দেখতে হবে জেব্রার মতো’, কেন এই মন্তব্য রাবিনার? Jan 08, 2026