জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না। আল্লাহ আমাদের সঠিক পথ দেখানোর জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআনে বলা হয়েছে কোন কাজ করা উচিত এবং কোন কাজ বর্জন করতে হবে। আমরা শুধু মানুষের সামনে সেই বিষয়গুলো তুলে ধরি। কোরআনের জ্ঞান না থাকার কারণেই বিরোধীরা এমন ভুল ধারণা ও অপপ্রচার ছড়ায়।’

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে খুলনা-৫ আসনের আটরা-গিলাতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজিত মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ জানিয়ে বলেন, ‘তালিম প্রোগ্রাম ও ধর্মীয় অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের বাধা প্রদান এখন নিয়মিত ঘটনা।আওয়ামী লীগ ইসলামী গণজাগরণ রুখতে যেমন জামায়াতকে কখনো রাজাকার, কখনো জঙ্গি ট্যাগ দিত; এখন বিএনপিও একই ভূমিকা পালন করছে। এতে তারা মূলত ইসলামকে বাধাগ্রস্ত করছে এবং জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়ছে।’

রাষ্ট্র ও সমাজে প্রকৃত সুখ-শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী অনুশাসন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘ইসলামী আইন চালু হলে সব ধর্ম ও বর্ণের মানুষ ন্যায় ও ইনসাফের সঙ্গে বসবাস করতে পারবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও দখলদারি বন্ধ হবে।’ তিনি সারা দেশে ইসলামপন্থী আলেম-ওলামা ও আল্লাহভীরু মানুষদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

গোলাম পরওয়ার বলেন, ‘ইসলাম প্রতিষ্ঠায় পুরুষের পাশাপাশি নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হযরত সুমাইয়া (রা.) ইসলামের প্রথম মহিলা শহীদ; আম্মাজান আয়েশা (রা.) যুদ্ধক্ষেত্রেও অংশ নিয়েছেন। তাই নারীদেরও ইসলামী রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসতে হবে।’ তিনি মহিলা ভোটারদের সকাল-বিকাল গ্রপ করে দাঁড়িপাল্লা মার্কার দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের পক্ষে জনসমর্থন বৃদ্ধি পেয়েছে। এ কারণে অনেকেই অস্থিরতা সৃষ্টি করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনি যদি একটি মার্কায় কাজ করতে পারেন, আমিও অন্য একটি মার্কায় কাজ করার অধিকার রাখি। আল্লাহর আইনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার বিষয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বোঝাতে হবে।’

সমাবেশে ওয়ার্ড সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা। এ ছাড়া স্থানীয় নেতৃবৃন্দও বক্তৃতা করেন। এর আগে সকালে মিয়া গোলাম পরওয়ার শিরোমণির ডাকাতিয়া গ্রামে গণসংযোগ এবং রাতে সাজিয়াড়া শামসুল উলুম মাদরাসার ১০৫তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
জামায়াতের মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আজহারির মন্তব্য Nov 21, 2025
img
ব্রাজিলে কপ ৩০ জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড Nov 21, 2025
img
বাউলশিল্পী আবুল সরকারকে কারাগারে প্রেরণ Nov 21, 2025
img
বাংলাদেশের 'মন তরঙ্গ' এবার বিশ্ব মঞ্চে Nov 20, 2025
img
ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের ২ যুবকের মৃত্যু Nov 20, 2025
img

ত্রিদেশীয় সিরিজ

লঙ্কানদের ৬৭ রানে হারিয়ে বড় জয় জিম্বাবুয়ের Nov 20, 2025
img
নির্বাচন বন্ধের ষড়যন্ত্র ব্যর্থ হবে : আমানউল্লাহ আমান Nov 20, 2025
img
তেল ও গ্যাস অন্বেষণে সমুদ্রে কৃত্রিম দ্বীপ বানাবে পাকিস্তান Nov 20, 2025
img
বিএনপি ধর্ম বেচে রাজনীতি করে না : শামা ওবায়েদ Nov 20, 2025
img
সোনম কাপুরের বেবি বাম্প দেখে অদ্ভুত প্রতিক্রিয়া স্বামীর! Nov 20, 2025
কঠিন কাজটাই সহজ করে দিয়েছে হামজা-শমিতরা Nov 20, 2025
বেবি বাম্পের ছবি পোস্ট করে খুশির বার্তা সোনমের Nov 20, 2025
img
জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের Nov 20, 2025
img
করাচির রহস্যময় অভিযান নিয়ে সিনেমা ধুরন্ধর Nov 20, 2025
ঢাকা ৮ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করলেন রিকশা চালক! Nov 20, 2025
img
চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ হাইকোর্টের Nov 20, 2025
বিভিন্ন দাবি আদায়ে শিবিরের মাত্র ১৫–২০ জনের উপস্থিতি নিয়ে প্রশ্ন! Nov 20, 2025
যেই ৪টা কারণে রিযিক কমে যায় Nov 20, 2025
img
নির্বাচনসংশ্লিষ্ট সবার নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে : সারজিস Nov 20, 2025
img
শীত কবে থেকে বাড়তে পারে, আবহাওয়া অফিসের নতুন বার্তা Nov 20, 2025