প্রেক্ষাগৃহে ফ্লপ, নেটফ্লিক্সে নতুন জীবন পাবে ‘কান্তা’
মোজো ডেস্ক 09:57PM, Nov 20, 2025
দুলকার সালমানের ‘কান্তা’ সিনেমা প্রথম দিনেই দর্শকপ্রিয়তার গরমে তেমন উষ্ণ প্রতিক্রিয়া পাননি। ১৯৫০-এর দশকের মাদ্রাসের পটভূমিতে ঘুরপাক খাওয়া এই সময়কালীন অপরাধ নাটক দিনের শুরুতে ৪.৩৫ কোটি টাকার ব্যবসা করে হলেও, সপ্তাহান্তে দ্রুত দর্শক হারায়। এর ফলে মোট আয়ের মাইলফলক দাঁড়ায় প্রায় ৩০ কোটি টাকা, যা ৫০ কোটি টাকার লক্ষ্য থেকে অনেক দূরে।
চলচ্চিত্রটি বিশেষভাবে স্টুডিও রাজনীতি এবং অপরাধ জগৎকে কেন্দ্র করে গঠিত হলেও, এর শক্তিশালী অভিনয় এবং ভিজ্যুয়ালগুলো দর্শক এবং সমালোচকদের প্রশংসা পেয়েছে। দীর্ঘ সময়কাল, ১৬০ মিনিটের এই সিনেমা, প্রেক্ষাগৃহে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি, তবে এবার ডিজিটাল পর্দায় নতুন জীবনের আশায় তৈরি হচ্ছে।
‘কান্তা’ ১২ ডিসেম্বর, ২০২৫ থেকে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। এই প্ল্যাটফর্মে সিনেমাটি তামিল, তেলুগু, মলয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষায় দেখা যাবে। প্রযোজকরা রানা দাগুবাতি, প্রাশান্ত পটলুরি এবং জোম ভার্গিস। ডিজিটাল প্রিমিয়ার দর্শকদের নতুন করে আকৃষ্ট করার এবং সিনেমাটির প্রতি আগ্রহ জাগানোর সুযোগ হিসেবে কাজ করতে পারে।