রজনীকান্তের নতুন সিনেমা 'থালাইভার ১৭৩' থেকে পরিচালক সুন্দর সি হঠাৎ নিজেকে সরিয়ে নেয়ার পরই অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় ছবিটি। তবে জানা গেছে, এবার ছবির দায়িত্বভার কাঁধে তুলে নিতে পারেন দক্ষিণী তারকা ধানুশ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, রজনীকান্তকে নিয়ে ‘থালাইভার ১৭৩’ পরিচালনার বিষয়ে ধনুশ আলোচনায় আছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট অভিনেতাদের কেউই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।
রজনীকান্ত ও প্রযোজক কমল হাসানের একসঙ্গে কাজ করার ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে বড় প্রত্যাশা তৈরি হয়। প্রথমে সুন্দর সি-কে পরিচালক হিসেবে ঘোষণা করা হলেও কয়েক দিনের মধ্যেই তিনি “অপ্রত্যাশিত ও অনিবার্য পরিস্থিতি”র কথা উল্লেখ করে ছবিটি ছেড়ে দেন।
এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে কমল হাসান সাংবাদিকদের বলেন, সুন্দর সি প্রেস বিজ্ঞপ্তিতে তার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন। আমার এখানে করার কিছু নেই। তিনি আরও বলেন, একজন প্রযোজক হিসেবে আমার দায়িত্ব হলো-চিত্রনাট্য যেন ছবির নায়কের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। আমার তারকা সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমরা সঠিক চিত্রনাট্য খুঁজতেই থাকব। বর্তমানে আমরা মানসম্পন্ন একটি স্ক্রিপ্ট চূড়ান্ত করার প্রক্রিয়ায় আছি।
এসএস/টিএ