বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন আবারও নিজের জীবনদর্শন দিয়ে ভক্তদের মন ছুঁয়ে দিলেন। তিনি বলেন, “তোমার কাজে যদি সৎ হও, জীবনের বাকি দিক গুলো নিজেই ঠিকঠাক হয়ে যাবে।”
অভিনেতার মতে, মানুষের কর্মের প্রতি নিষ্ঠা ও সততা এমন এক শক্তি, যা সময়মতো সফলতা ও স্থিরতা এনে দেয়। ব্যক্তিগত জীবন থেকে ক্যারিয়ার সবকিছুই সহজ হয়ে যায় যদি মানুষ নিজের দায়িত্ব পালনে অটল থাকে।
তার এই বার্তা ভক্তদের মাঝে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে উক্তিটি, অনেকেই এটিকে জীবনের বাস্তব ও প্রেরণাদায়ক পরামর্শ হিসেবে গ্রহণ করছেন।
এসএস/টিএ