‘দ্যা ফ্যামিলি ম্যান’ আবার ফিরে এসেছে, এবার সিজন তিনের সঙ্গে। মণোজ বাজপায়েরি অভিনীত শ্রীকান্ত তিওয়ারির চরিত্র এই সিজনে মুখোমুখি হয়েছে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জের। রাজনৈতিক ষড়যন্ত্র, প্রাণঘাতী হামলা এবং সারাদেশে ছড়িয়ে থাকা হান্টের মধ্যে ঘেরা শ্রীকান্তের ব্যক্তিগত জীবনও ধ্বংসের পথে।
পরিচালক রাজ ও ডিকে, লিখক সুমন কুমার ও তুষার সেথের কাহিনি নির্মাণে একত্রিত হয়ে দর্শকদের জন্য তৈরি করেছেন উত্তেজনাপূর্ণ, হাস্যরসপূর্ণ এবং রাজনৈতিক গল্প। চিনা অ্যাপের নিষেধাজ্ঞা, মিডিয়া ম্যানিপুলেশন এবং ডিজিটাল ট্রোলিংয়ের মতো বাস্তব বিষয়গুলো গল্পের সঙ্গে সাবলীলভাবে মেলানো হয়েছে, যা সিরিজটিকে সময়োপযোগী করে তুলেছে।
জয়দীপ আউলাওয়াতের রুক্ম চরিত্রের ভয়ঙ্কর প্রভাব দর্শককে দারুণভাবে ধরে রাখে, এবং শ্রীকান্তের গুপ্তচর স্বীকারোক্তি দৃশ্যের মতো হাস্যরসের মুহূর্তগুলো সিরিজটির পুরনো স্বাদ ফিরিয়ে আনে। যদিও সিজন তিনটি সিজন এক ও দুইয়ের মতো মেমে-উপযোগী হয়ে ওঠেনি, তবু চতুর গল্প, অভিনয় দক্ষতা এবং চমকপ্রদ ক্লিফহ্যাংগার দিয়ে এটি দর্শকদের একটানা আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে।
সিজন তিনটি একটি শক্তিশালী, সন্তোষজনক ধারাবাহিকতা হিসেবে প্রমাণ করেছে যে ‘দ্যা ফ্যামিলি ম্যান’ এখনও দর্শকদের মুগ্ধ করতে জানে।
ইএ/এসএন