মনোনয়ন বঞ্চনার ক্ষোভ

চট্টগ্রামে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিষোদগার করার অভিযোগ, যুবদল নেতার জিডি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষোদগার করার অভিযোগ উঠেছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। ফেসবুকে বিএনপির মিডিয়া সেলসহ নামে-বেনামে একাধিক আইডি-পেজ খুলে কুৎসা রটনা করা হচ্ছে বলে অভিযোগ।

এমনকি পেজগুলোতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে মনোনয়ন বাণিজ্যের অভিযোগও তোলা হয়েছে। এ ছাড়া দলটির আরেক শীর্ষ নেতা ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধেও যাচ্ছেতাই লেখা হচ্ছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়, চট্টগ্রাম-১৩ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। কিন্তু এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজামকে।

অভিযোগ উঠেছে, এরপরই ক্ষোভে ফুঁসে ওঠেন লায়ন হেলাল উদ্দিনের অনুসারীরা। তারা সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে কর্মসূচি পালন করে আসছেন। একপর্যায়ে তারা ফেসবুকে সরব হয়ে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে নানা আপত্তিকর মন্তব্য করেন। এ ছাড়া সরওয়ার জামালের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে গত বুধবার (১৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি দিয়েছেন লায়ন হেলাল উদ্দিনসহ তিন মনোনয়নপ্রত্যাশী।

এদিকে যুবদল নেতা মোহাম্মদ ফারুকের করা জিডিতে উল্লেখ করা হয়েছে, বিএনপি মিডিয়া সেল নামের ভুয়া ফেসবুক পেজ এবং ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম-১৩ আসনের মনোনয়নপ্রাপ্ত সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও আপত্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। মনোনয়ন বঞ্চনার ক্ষোভে এই গোষ্ঠী চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) এলাকায় চিহ্নিত যুবলীগ কর্মীদের সঙ্গে রাতের আঁধারে সশস্ত্র মহড়া দিয়েছে এবং মনোনয়নপ্রত্যাশী এক ব্যক্তির নামে স্লোগান দিয়েছে।

দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র নেতারা বলছেন, মনোনয়ন বঞ্চনার ক্ষোভ থেকে হেলালের অনুসারীরা দলের শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছেন। অনলাইনে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে দলীয় একতা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

২০০৪ সালে বিএনপি নেতা ও ব্যবসায়ী জামাল উদ্দিন অপহরণ ও হত্যা মামলার তালিকাভুক্ত আসামি ছিলেন হেলাল উদ্দিন। তার বিরুদ্ধে আনোয়ারায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলীয় কোন্দলের অভিযোগও ছিল। এসব অভিযোগ ঘিরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও হয়েছিল। দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২২ সালের অক্টোবরে তাকে আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং পরে বহিষ্কার করা হয়।

আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি: জামায়াত Jan 05, 2026
img
লেনদেন শুরুর প্রথম ২ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ১০৭, জমা ৪৪ কোটি টাকা Jan 05, 2026
img
এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার উপর আস্থা রাখতেন, ভরসা রাখতেন: সালাহউদ্দিন আহমদ Jan 05, 2026
img
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী Jan 05, 2026
img
জানুয়ারির প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো ৪৬ কোটি ডলার Jan 05, 2026
img
খালেদা জিয়ার শোক বইতে পাকিস্তান জমিয়ত আমিরের স্বাক্ষর Jan 05, 2026
img
চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, নতুন সিদ্ধান্ত নিল পরিবার Jan 05, 2026
img
ভেনেজুয়েলায় ‍যুক্তরাষ্ট্রের হামলায় বিশ্ববাজারে বাড়লো সোনার দাম Jan 05, 2026
img
মাদুরোকে 'কয়েদির মতো পোশাক' পরিয়ে নেয়া হচ্ছে আদালতে! Jan 05, 2026
img
আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দেবেন: এ্যানি Jan 05, 2026
img
বিএনপির প্রার্থী মনিকে শোকজ, আদালতে হাজিরার নির্দেশ Jan 05, 2026
img
ক্রীড়াঙ্গনে খালেদা জিয়াকে স্মরণ ও শ্রদ্ধা Jan 05, 2026
যেখানে খেলোয়াড়দের সম্মান নে-ই, সেই খেলা আমাদের দেখার দরকার নে-ই: পাইলট Jan 05, 2026
আফ্রিকান কাপে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ক্যামেরুন Jan 05, 2026
প্রবীণ পুরুষদের ‘পিলাটিস’ ক্লাসে ভাইরাল ইংল্যান্ডের মসজিদ Jan 05, 2026
img
‘জুলাইযোদ্ধা’ সুরভীর আসল বয়স কত? Jan 05, 2026
আমাকে খুশি রাখতে হবে নরেন্দ্র মোদির উদ্দেশে ট্রাম্প Jan 05, 2026
মার্কিন অভিযানে আলোচনায় ভেনেজুয়েলার ‘কালো সোনা’ Jan 05, 2026
img
এনসিপির ১৯ নেতাসহ বিএনপিতে যোগ দিলেন তিন শতাধিক নেতাকর্মী Jan 05, 2026
img
মানসিক শাস্তি নিয়ে মুখ খুললেন সঞ্জয়কন্যা ত্রিশলা Jan 05, 2026