বলিউডের সুপারস্টার সালমান খানের চলচ্চিত্র ক্যারিয়ারে এখন কিছুটা মন্দা চলছে। যদিও তাতে তার তারকাখ্যাতিতে বিন্দুমাত্র ভাটা পড়েনি, তবুও অভিনেতা হিসেবে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য আসছে না। এমন পরিস্থিতিতে নিজের নিজেকে ফর্মে আনতে এবার পরিচালনায় নাম লেখাতে চলেছেন এমন গুঞ্জন এখন বিটাউনে।
ভারতীয় গণমাধ্যমের খবর, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’-এর চতুর্থ কিস্তি দিয়েই তিনি পরিচালক হিসেবে অভিষেক করতে পারেন সালমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খানের ভাই ও অভিনেতা আরবাজ খান ‘দাবাং ফোর’ নির্মাণের কথা জানিয়েছেন।
জানা গেছে, ছবিটির চিত্রনাট্যের প্রাথমিক খসড়া প্রস্তুত এবং অন্যান্য কাজও কিছুটা এগিয়েছে। তবে পরিচালকের আসনে কাকে দেখা যাবে, সে বিষয়ে আরবাজ কোনো তথ্য দেননি।
সে থেকেই গুঞ্জন, হয়তোবা সালমান খানই হতে পারে এই সিনেমার পরিচালক। ২০২৬ সালের নতুন বছরেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
তবে এই গুঞ্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের প্রেক্ষাপট। ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি পরিচালনা করেছিলেন অনুভব কাশ্যপ। কিন্তু এরপর মনোমালিন্যের জেরে পরবর্তী দুটি ছবি পরিচালনা করেন যথাক্রমে আরবাজ খান এবং প্রভু দেবা।
তবে বলিমহলে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল যে, নেপথ্যে থেকে সালমান খানই নাকি পরিচালনার চাবিকাঠি নিয়ন্ত্রণ করতেন। পরিচালক অভিনব কাশ্যপও প্রকাশ্যে এই সুপারস্টারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। এছাড়া, সম্প্রতি ‘দাবাং’-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে অভিনব কাশ্যপ সালমানকে ‘গুন্ডা’ বলে কটাক্ষ করেন। এমন নানা বিতর্কিত ঘটনার আবহেই এবার পরিচালক হিসেবে সালমান খানের আনুষ্ঠানিক অভিষেকের গুঞ্জন উঠেছে।
এবি/টিকে