দর্শক ও ভক্তদের কাছে নিজের চিন্তাভাবনা শেয়ার করলেন দক্ষিণ ভারতের প্রখ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। সামাজিক মাধ্যমে তিনি নিজের ব্যক্তিগত অনুভূতি তুলে ধরেছেন। রাশমিকা মান্দানা জানান, আমরা প্রায়ই অন্যকে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করি, কিন্তু নিজের প্রতি সেই মনোযোগ অনেক সময় ভুলে যাই। নিজের জন্যও মাঝে মাঝে ছোট ছোট আনন্দের মুহূর্ত তৈরি করা, নিজেকে ভালোবাসা দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রত্যেক মানুষই বিশ্বের সমস্ত ভালোবাসা পাওয়ার যোগ্য। তাই নিজেকে মূল্য দেওয়ার এবং নিজের ভালোবাসা প্রকাশ করার বিষয়টি কখনও অবহেলা করা উচিত নয়। রাশ্মিকার এই বার্তা ভক্তদের মনে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করার এবং আত্মবিশ্বাস জাগানোর একটি প্রেরণার মতো কাজ করেছে।
অভিনেত্রী হিসেবে কেরিয়ার যতই ব্যস্ত হোক, নিজের মানসিক শান্তি এবং আত্মসন্তুষ্টির জন্য তিনি সবসময় সচেতন থাকেন। এই খোলামেলা বার্তাও তার ব্যক্তিত্বের এক সুন্দর প্রকাশ।
আরপি/টিকে