কুঁচকির চোটে দুই মাস মাঠের বাইরে থেকে এই সপ্তাহে অনুশীলনে ফিরেছিলেন ইংল্যান্ডের তারকা উইঙ্গার কোল পালমার। তবে বুধবার রাতেই ফের আঙুল ভেঙেছে তার। নিজ বাসায় দরজার ধাক্কায় আঙুল ভেঙে পালমার আবারও এক সপ্তাহের জন্য ছিটকে গেছেন। তবে ২৩ বছর বয়সী চেলসি তারকাকে আরও বেশি সময় খেলার বাইরে থাকতে হবে ধারণা সংবাদমাধ্যম বিবিসির।
চেলসির সামনে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ আসন্ন– ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার বার্নলি, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা এবং পরের সপ্তাহে ঘরের মাঠে আতিথ্য দেবে আর্সেনালকে। সেসব ম্যাচে পালমারকে না পাওয়ার শঙ্কা চেলসি কোচ এনজো মারেসকার, ‘শনিবারের ম্যাচে তাকে পাচ্ছি না যে সেটা নিশ্চিত। সম্ভবত বার্সেলোনা এবং আর্সেনাল ম্যাচেও তার খেলা হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত সে নিজ বাসায় দুর্ঘটনার শিকার হয়েছে, যেখানে আঘাত লেগেছে তার আঙুলে। এটি বেশি গুরুতর কিছু না, তবে আগামী সপ্তাহে তার ফেরা হবে না। আমার মতে কোল যখন খেলে তার সতীর্থরা তুলনামূলক আরও ভালো পারফর্ম করে। আমি কোল মাঠে থাকলে ভালো অনুভব করি, তাকে আমরা সবসময়ই মাঠে পেতে চাই। তার অনুপস্থিতিতে ভিন্ন সমাধান খুঁজতে হয় আমাদের। দল ভালো করছে, তবে কোল থাকলে আরও ভালো অবস্থায় থাকে।’
কেবল পা নয়, পুরো শরীরেই আঘাত পাওয়ার কথা জানালেন পালমার, ‘আমি রাতে অনেকবার জেগেছি– আমার মাথা, পা এবং সর্বত্র আঘাত লেগেছে। এমনটা হতেই পারে।’ ২০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে পালমার সর্বশেষ খেলেছিলেন। ওই সময়ের পর ইতোমধ্যে ১১টি ম্যাচ খেলেছে চেলসি, এর মধ্যে ৮ জয় ও দুটিতে হেরেছে তারা। প্রিমিয়ার লিগের টেবিলে এই মুহূর্তে তিন নম্বরে অবস্থান করছে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা।
এমআর/টিকে