আহান পাণ্ডের যাত্রা শুরু হয়েছিল বহু আগেই, যখন আলো কিংবা ক্যামেরা তার দিকে তাকাতে শেখেনি। তখন তিনি শুধু একজন কিশোর, আর্পিতা খানের বিয়ের মঞ্চে দাঁড়িয়ে হঠাৎই আটশো অতিথির সামনে অভিনয় করে ফেলেছিলেন। সেই বিশাল জনসমুদ্রে মাত্র দু’জন হাততালি দিয়েছিলেন। আর সেই দু’জনের একজন ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
সেই সন্ধ্যাটা হয়তো অন্য কারও জীবনে খুব সাধারণ একটা স্মৃতি হয়ে থাকত, কিন্তু আহানের ক্ষেত্রে সেটাই ছিল মোড় ঘোরানো মুহূর্ত। প্রিয়াঙ্কা তাকে বলেছিলেন, তার মধ্যে রয়েছে এক বিশেষ আকর্ষণ, যেটা খুব কম মানুষের মধ্যে দেখা যায়। কিছু শব্দ থাকে, যেগুলো সময়ের সঙ্গে মিলিয়ে যায় না। সেই একটি বাক্য যেন তার ভিতরের আগুনকে আরও প্রজ্বলিত করেছিল।
বছর কেটে গেছে। সংগ্রাম, প্রস্তুতি, স্বপ্ন আর অদম্য চেষ্টা—সব মিলিয়ে ধীরে ধীরে তৈরি হয়েছে আজকের আহান পাণ্ডে। এক সফল সিনেমার পর দর্শক-সমালোচকদের নজরে উঠে এসেছেন তিনি। এখন সামনে বিশাল ব্যানারের নতুন প্রকল্প, যেটি তার ক্যারিয়ারকে আরও এক ধাপ ওপরে তুলে দিতে পারে।
যাত্রাটা যেন আগে থেকেই পূর্বনির্ধারিত ছিল—সেই বিয়ের রাতের ছোট্ট করতালির পর থেকেই। কারণ কখনও কখনও একটিমাত্র স্বীকৃতিই যথেষ্ট, মানুষের ভেতরে লুকিয়ে থাকা আলোয় বিশ্বাস জাগানোর জন্য। আহান পাণ্ডের গল্পটিও ঠিক তেমনই—অদম্য বিশ্বাস আর ধীরে ধীরে উত্থানের এক স্বাভাবিক, তবু প্রেরণাদায়ী পথচলা।
ইএ/টিকে