নার্গিস ফাখরিকে নিয়ে বিয়ের গুঞ্জন যখন চারদিকে ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই অভিনেত্রী নিজেই হালকা রসিকতার সুরে জানালেন নিজের পছন্দের পুরুষ কেমন হলে তিনি খুশি হন। সম্প্রতি কৌতুকশিল্পী আনন্দ রমনের সঙ্গে এক মজার স্কেচে নার্গিস জানালেন তার ‘চাই-ই’ তালিকা—ব্যক্তিত্ব, হাস্যরস বোঝার ক্ষমতা, লম্বা উচ্চতা, সুন্দর চুল আর পরিচ্ছন্ন ত্বক।
আনন্দ রমন রসিকতার ছলে বলেই ফেললেন, সবক’টা শর্তই তিনি পূরণ করেন। কিন্তু মুহূর্তেই নার্গিস হেসে তাকে বাতিল করে দেন এই বলে যে, তিনি নন অভিনেত্রীর পছন্দের ধাঁচের মানুষ। এই খুনসুটি ভরা দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
ভক্তদের একাংশ এই মজার কথোপকথন উপভোগ করলেও অনেকেই পড়ছেন ভেতরের ইঙ্গিত। টনি বেইগের সঙ্গে নার্গিসের বিয়ে নিয়ে জোর গুঞ্জন চলছে বহুদিন ধরে। যদিও অভিনেত্রী এখনো আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি। তবে তার আত্মবিশ্বাসী, সহজ-সরল আচরণে স্পষ্ট—তিনি নিজের জীবন ও সিদ্ধান্ত নিয়ে একেবারেই নির্ভার।
গুঞ্জন থামছে না, অভিনেত্রীও থামাচ্ছেন না নিজের স্বাভাবিক রসিকতা আর খোলামেলা ভঙ্গি। আর সেই কারণেই নার্গিস ফাখরি আজও ভক্তদের কাছে সমানভাবে আকর্ষণীয় ও আলোচনার কেন্দ্রবিন্দু।
টিজে/টিকে