ভয়াবহ ভূমিকম্পে নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন।
শুক্রবার সকাল সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পের ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি এলাকার দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তার ছেলে হাফেজ মো. ওমর (৮), পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূইয়া (৭৫), ডাংগা ইউনিয়নের কাজীরচর নয়াপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৬৫) ও শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামের ফোরকান।
জানা যায়, এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্পন অনুভূত হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এতে নরসিংদী জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, ভূমিকম্পের ঘটনায় নরসিংদী জেলার বিভিন্ন স্থান থেকে ৭০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পাশাপাশি একই এলাকায় একটি ডেইরি ফার্মের (গরুর) মাঠে মাটি ফেটে আলাদা হয়ে গেছে। ৫.৭ মাত্রার এ ভূমিকম্পে জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউজসহ বসতবাড়ি, মার্কেট ও বহুতল বেশ কয়েকটি ভবন হেলে পড়েছে।
এমআর/টিকে