পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইন্দাস পানি চুক্তি (আইডব্লিউটি) স্থগিত রাখার অবৈধ ও একতরফা পদক্ষেপ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বাস্তব হুমকি।
শুক্রবার ব্রাসেলসে ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরাম রাউন্ডটেবলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
গত এপ্রিলে পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত আইডব্লিউটি স্থগিত রাখার ঘোষণা দেয়। যে ঘটনার জন্য দিল্লি কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে।
পাকিস্তান এ সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণা হিসেবে উল্লেখ করে জানায়, চুক্তিতে একতরফা স্থগিতের কোনো বিধান নেই। ইসলামাবাদ পরে ১৯৬৯ সালের ভিয়েনা কনভেনশনের লঙ্ঘনের অভিযোগে আইনি পদক্ষেপের কথাও জানায়।
এদিন ইসহাক দার বলেন, পানি হওয়া উচিত সহযোগিতার উৎস, রাজনীতির অস্ত্র নয়।
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিনের জম্মু ও কাশ্মীর বিরোধ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব ও কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষার আলোকে সমাধান না হলে, দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি সম্ভব নয়।’
ইসহাক দার বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট ‘আমাদের সকলকে সরাসরি প্রভাবিত করছে’। তিনি শান্তিচুক্তি অর্জনে প্রেসিডেন্ট ট্রাম্প এবং আটটি আরব–ইসলামিক দেশের ভূমিকার প্রশংসা করেন।
তিনি জোর দিয়ে বলেন, ‘গাজায় চলমান নৃশংসতা ও শান্তিচুক্তি লঙ্ঘন বন্ধ হতে হবে। ফিলিস্তিনি ভূমির অবৈধ দখলও শেষ করতে হবে।’
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে দার বলেন, এ সংঘাত বৈশ্বিক জ্বালানি ও খাদ্যবাজারে অস্থিরতা তৈরি করেছে, যার বাস্তব প্রভাব পড়ছে বিশ্বের মানুষের ওপর।
যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান দ্রুত হবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন, ‘ইইউ’র সহযোগিতামূলক মডেল দেখিয়ে দিয়েছে, অন্তর্ভুক্তি ও পারস্পরিক নির্ভরতা শান্তি ও সমৃদ্ধির সবচেয়ে দৃঢ় ভিত্তি।’
সূত্র: ডন
এমআর/টিকে