বলিউড–টলিউড-দুই ইন্ডাস্ট্রিতেই এখন বায়োপিকের রমরমা। প্রায় প্রতি মাসেই কোনও না কোনও বড় ব্যক্তিত্বের জীবনকাহিনি নিয়ে ছবি তৈরি হচ্ছে। কিন্তু এই ট্রেন্ডটির প্রতি যে সবার সমান আগ্রহ নেই, তা স্পষ্ট করেই জানিয়ে দিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
সম্প্রতি ছবির প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে তিনি খুলে বলেন তাঁর অবস্থান। নিউজ ১৮ বাংলার প্রকাশ্যে আনা একটি ভিডিওতেও দেখা যায়, আবির স্পষ্ট ভাষায় বলছেন-
“আমি বায়োপিক একেবারেই পছন্দ করি না। আগামী দিনেও কোনও বায়োপিকে অভিনয় করব না আমি। একটা মানুষকে যখন আমরা ঈশ্বরের আসনে বসাই, সেই মানুষটার ব্যক্তিগত জীবন দেখতে একেবারেই ভালো লাগে না।”
এই মন্তব্যকে ব্যাখ্যা করতে গিয়ে আবির আরও যোগ করেন-
“আমরা জীবনে কাউকে না কাউকে খুব ভালো জায়গায় বসাই। কিন্তু দিনের শেষে সেই ব্যক্তিও তো মানুষ—তার ভুলভ্রান্তিও আছে। কিন্তু যখন সেই সবকিছু সিনেমার পর্দায় উঠে আসে, তখন সেটা দেখতে একদমই ভালো লাগে না।”
অর্থাৎ চিত্রনাট্যের খাতিরে কোনও শ্রদ্ধেয় বা প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত দিক খুঁটিয়ে দেখানো-এই পুরো ধারণাটাই তাঁর অস্বস্তির কারণ।
বর্তমান বায়োপিক-দুনিয়ায় আবির চট্টোপাধ্যায়ের এই সোজাসাপ্টা অবস্থান নিঃসন্দেহে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এবি/টিকে