টেলিপাড়ার চেনা মুখ শিঞ্জিনী চক্রবর্তী। এক সময় ‘উমা’-তে নায়িকা হিসেবে যাঁকে দেখেছিল দর্শক, আজ তিনি দাপিয়ে বেড়াচ্ছেন খলনায়িকা হিসাবে!
দুটি ধারাবাহিকে একসঙ্গে কাজ করছেন—‘চিরসখা’-য় বর্ষা চরিত্রে তাঁর তুখোড় অভিনয় নিয়ে জমে উঠেছে আলোচনা।
কিন্তু প্রশ্ন একটাই—
নায়িকা থেকে হঠাৎ খলনায়িকা? সুযোগের অভাব, না কি নিজের সিদ্ধান্ত? শিঞ্জিনী এ বিষয়ে একটুও ঘুরিয়ে কথা বলেন না।
তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন—
“সুযোগের অভাব—এটা কোনও ভাবেই সত্যি নয়!”
বালির মেয়ে শিঞ্জিনী। সেখান থেকে টালিগঞ্জ পর্যন্ত পথটা সহজ ছিল না। তাই একের পর এক চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি খুশি।
অভিনেত্রীর সোজাসাপ্টা কথা—
“চরিত্র যদি ভালো হয়—নায়িকা, খলনায়িকা, পার্শ্বচরিত্র—আমার কাছে সবই সমান। আমি কখনও ভাবিনি, আমি শিল্পী হব। সেই সুযোগ এসেছে বলেই আমি ভাগ্যবান।”
অনেকে বলেন—এক রকম চরিত্র করলে পরে বারবার সেই একই চরিত্রই অফার আসে। কিন্তু শিঞ্জিনীর কাছে একঘেয়েমি বলে কিছু নেই!
তাঁর কথায়—
“সবে তো কাজ শুরু করেছি! এখনই একঘেয়েমি আসবে? এমন কোনও অনুভূতি হয়নি। বরং কাজ পেয়ে আমি খুশি!”
‘চিরসখা’-য় এখন বর্ষার রূপে তিনি ঝড় তুলছেন স্বতন্ত্র ও কমলিনীর দাম্পত্যে। চরিত্র যতই নেতিবাচক হোক—শিঞ্জিনীর অভিনয় নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছেই। আগামিদিনে তিনি কোন চরিত্রে চমক দেখাবেন—সেটাই এখন দেখার!
ইউটি/টিএ