রাষ্ট্রীয়ভাবে গুম-খুন না থাকলেও দেশে এখনও সন্ত্রাসী কার্যক্রম চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সন্ত্রাস-অপরাধ দমনে সরকার শিথিলতা প্রদর্শন করছে।
আজ শনিবার (২২ নভেম্বর) রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশে সন্ত্রাসীদের ধরতে সরকারের তেমন প্রচেষ্টা না থাকায় যুবদল নেতা কিবরিয়ার মতো হত্যাকাণ্ড ঘটছে।
ঢাকা শহর ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল আওয়ামী আমলে রাজউকের পক্ষ থেকে।
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের যে অবস্থান তা নড়চড় হবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
কেএন/টিএ