বাংলা ইন্ডাস্ট্রিতে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে শাহরুখ খানের মতো জনপ্রিয়তার রহস্য। ঠিক এমন এক প্রসঙ্গেই অভিনেতা সাগ্নিক জানালেন নিজের মত। সরলভাবেই তিনি বলেন, “শাহরুখ হতে গেলে শুধু অভিনয় দিয়ে হয় না, তার সাথে পিআরটাও ওই রকম লেভেলের হতে হয়।”
তার এই মন্তব্যের মধ্যেই লুকিয়ে আছে আজকের তারকাব্যবস্থার বাস্তবতা। সাগ্নিকের মতে, শুধু অভিনয়শৈলী বা পরিশ্রম নয়, একজন তারকার সাফল্যের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে জনসংযোগ, ইমেজ মেন্টেন, এবং দর্শকের সঙ্গে অব্যাহত যোগাযোগ। শাহরুখ খানের মতো বৈশ্বিক জনপ্রিয় তারকা যে নিজের প্রতিটি মুহূর্তকে কৌশলে ব্যবহার করেন—তা বোঝাতে চেয়েছেন তিনি।
সাগ্নিক মনে করেন, আজকের দিনে একজন শিল্পীর প্রশংসা-সমালোচনা, জনপ্রিয়তা কিংবা বিতর্ক- সবই পিআরের কৌশলগত ব্যবস্থাপনার ওপর নির্ভর করছে। দর্শককে কাছে রাখা, তাদের অনুভূতি বুঝে পথে এগোনো এবং নিজের ইমেজ ধারাবাহিকভাবে শক্ত রাখা- এই তিনটি বিষয় তারকাখ্যাতি ধরে রাখার মূল চাবিকাঠি।
শিল্পীরা শুধু পর্দায় অভিনয় করলেই চলবে- এই ধারণা অনেক আগেই বদলে গেছে। সাগ্নিকের বক্তব্য সেই নতুন বাস্তবতার প্রতিফলন। তার মতে, প্রতিযোগিতার এই যুগে নিজেদের দৃশ্যমান রাখার জন্য অভিনয়ের পাশাপাশি সমান গুরুত্ব দিতে হয় নিজের উপস্থিতি, যোগাযোগ এবং সম্পর্ক তৈরি করার দিকে।
শিল্পী সমাজে সাগ্নিকের এই মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, তিনি যা বলেছেন তা নিছক ব্যক্তিগত মন্তব্য নয়- বরং তারকাখ্যাতির ভিতরকার বাস্তবতা তুলে ধরা। আবার কেউ কেউ মনে করছেন, এই মন্তব্য তরুণ শিল্পীদের নতুন করে ভাবতে সাহায্য করবে, তারা সাফল্যের জন্য শুধুমাত্র প্রতিভার উপর নির্ভর করতে পারবেন না।
কেএন/টিএ