শ্রদ্ধা কাপুর বর্তমানে মহারাষ্ট্রের জনপ্রিয় তামাশা শিল্পী বীথাবাঈ ভাউ মাং নারায়ণগাঁওকারের বায়োপিক ‘এথা’র শুটিংয়ে ব্যস্ত। বীথাবাঈয়ের চরিত্র আত্মস্থ করতে মাসখানেক ধরে কড়া হোমওয়ার্ক করেছেন শ্রদ্ধা। সেই ছবির সেটেই নাচ করতে গিয়ে গুরুতর চোট পেলেন অভিনেত্রী।
বলিউড মাধ্যম সূত্রে খবর, গত সপ্তাহে ‘এথা’র শুটিং শুরু করেছিলেন পরিচালক লক্ষ্মণ উতরেকর। তবে দিন কয়েক শুটিং চলার পরই ঘটল বিপত্তি। কিংবদন্তী তামাশা শিল্পী বীথাবাঈয়ের ভঙ্গিতে নাচতে গিয়ে গুরুতর চোট পেলেন শ্রদ্ধা কাপুর। ঠিক কী ঘটেছে? জানা গেল, অভিনেত্রী আসলে নারায়ণগাঁওকারের বিখ্যাত লোকনৃত্য ‘লাবণী’ স্টাইলে নাচ করছিলেন। সেসময়ই শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। ফলত পড়ে গিয়ে শ্রদ্ধার বাঁ পায়ের আঙুল ভেঙে যায়।

আসলে ‘লাবণী’ নৃত্যশৈলীতে ছন্দের সঙ্গে দ্রুতগতিতে নাচতে হয়। অজয়-অতুলের সুর করা গানে শ্রদ্ধাও সেই ডান্সস্টেপ প্র্যাকটিস করছিলেন সেটে। সেসময়ে অভিনেত্রীর পরনে ছিল ভারী কাজের নওভারী শাড়ি, গা ভর্তি ভারী গয়না এবং পেল্লাই আকৃতির কোমরবন্ধ। আর সেসব নিয়েই ঢোলের তালে তাঁকে নাচতে হচ্ছিল। উল্লেখ্য, যুবতী বীথাবাঈয়ের চরিত্রের জন্য চেহারার গড়নে বদল আনতে হয়েছে শ্রদ্ধাকে। ১৫ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। এদিন একপায়ে ভর করে ‘লাবণী’ নৃত্যশৈলী প্র্যাকটিস করছিলেন আদতে। আর তাতেই ঘটে বিপত্তি! ভার সামলাতে না পেরে পড়ে গিয়ে বাঁ পায়ের আঙুল ভাঙে শ্রদ্ধা কাপুরের। তৎক্ষণাৎ শুটিং বন্ধ করতে বাধ্য হন পরিচালক লক্ষ্মণ উতরেকর। এদিকে ২৫২ কোটির মাদক মামলা ডাক পড়েছে অভিনেত্রীর ভাইয়ের। এমতাবস্থায় আহত অভিনেত্রীও।
এবি/টিকে