নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন ছাত্রদল নেতা মোহাম্মদ এনাম। শনিবার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোহাম্মদ এনাম কবিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের স্থানীয় ছাত্রদলের ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন। তিনি একই এলাকার বলি মিয়ার বাড়ি তনু মিয়া ওরফে কালাম মিয়ার ছেলে। মোহাম্মদ এনাম মার্কেটের দোকানের থাই গ্লাসের কাজ করতে গিয়ে প্রায় সাত দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হন। তারপর তাকে জাতীয় বার্ন ইনিস্টিউটে ভর্তি করানো হয়। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টার পরও এক সপ্তাহ পর তিনি মারা গেলেন।
কবিরহাট পৌরসভা ছাত্রদলের সভাপতি মো. মামুন দেশের এক গণমাধ্যমকে বলেন, এনামের মৃত্যু আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। তার হাসিমাখা মুখ ভুলে থাকা কঠিন। মহান আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু দেশের এক গণমাধ্যমকে বলেন, এনামের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার মরদেহ বাড়িতে আনতে সময় লাগছে, এরপর নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। সে যেখানে থাই গ্লাসের কাজ করতো সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দুঃসময়েও ছাত্রদলের দায়িত্ব পালন করে এনাম সবসময় সাহসী ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে সবাই একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারাল।
এবি/টিকে