চট্টগ্রাম বন্দরের টার্মিনালে বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগ ও ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেয়া অদূরদর্শী সিদ্ধান্ত বলে মন্তব্য করবেন বন্দর ও বিনিয়োগ বিশেষজ্ঞরা।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ভয়েস ফর রিফর্ম এর উদ্যোগে চট্টগ্রাম বন্দর ব্যবস্থায় বিদেশি বিনিয়োগ নিয়ে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বন্দর ও বিনিয়োগ বিশেষজ্ঞ, প্রকৌশলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
তারা বলেন, চট্টগ্রাম বন্দর বর্তমানে লাভজন অবস্থায় আছে। তবে বন্দরের উন্নয়নে বিদেশি বিনিয়োগ প্রয়োজন হলেও দীর্ঘমেয়াদী ও স্পর্শকাতর এমন বিষয়ে অন্তবর্তী সরকার রাজনৈতিক দল, ব্যবসায়ী ও স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নেয়ায় সমালোচনা করেন আলোচকরা।
বিদেশিদের সাথে বন্দর চুক্তির বিষয়ে সরকার কেনো তাড়াহুড়ো করলো এমন প্রশ্ন তুলে আলোচকরা বলেন, চুক্তিগুলো দেশের স্বার্থে হলে তা গোপন না রেখে প্রকাশ করা উচিত। বিদেশিদের হাতে বন্দরের দায়িত্ব তুলে দেয়ায় দেশের কি কি লাভ তারও একটি তথ্যগত হিসেব তুলে ধরার দাবি করেন তারা।
ইএ/টিকে