বলিউডের উঠতি তারকা অনীত পাড্ডা আবারও আলোচনার কেন্দ্রে। ‘সাইয়ারা’ ছবিতে ঝলমলে অভিষেকের পর এবার মুম্বাইয়ে এক গোপন শুটিং সেটে তাকে দেখা গেছে। সাদা রঙের দীপ্তিময় পোশাকে তিনি যখন নিজের ভ্যানিটি ভ্যানে ঢুকছিলেন, তখনই শুরু হয় জল্পনা নতুন ছবি, নাকি কোনও ব্র্যান্ড শুট?
অনীতের পরবর্তী নিশ্চিত প্রজেক্ট হলো ম্যাডক ফিল্মসের বহুল প্রত্যাশিত হরর কমেডি ‘শক্তি শালিনী’। তবে ছবিটির শুটিং শুরু হবে ডিসেম্বরের ফাইনাল পরীক্ষার পর। অভিনয়জীবনের চাপে থেকেও নিজের বি.এ. (অনার্স) রাজনৈতিক বিজ্ঞান পড়াশোনাকে সমান গুরুত্ব দিয়ে চলেছেন তিনি।
তার স্বচ্ছ ফোকাস, পরিশ্রম এবং দৃঢ়তা বলিউডে নতুন প্রজন্মের প্রতীক হয়ে উঠছে। একদিকে বড় পর্দার সম্ভাবনাময় ভবিষ্যৎ, অন্যদিকে পড়াশোনা দুই দিকই অনায়াসে সামলাচ্ছেন অনীত। তাই তার গোপন শুটিংকে ঘিরে উৎসুকতা আরও বেড়ে গেছে। ভক্তরা অপেক্ষায়, এবার তিনি কী চমক নিয়ে আসছেন।
আরপি/টিকে