বলিউডের অ্যাকশন দুনিয়ায় যেন নতুন করে ঝড় তোলার প্রস্তুতি চলছে। দুই প্রজন্মের দুই দাপুটে নায়ক অজয় দেবগন ও সঞ্জয় দত্ত মুখোমুখি হতে চলেছেন একই পর্দায়, আর সেই সংঘর্ষের নাম রেঞ্জার। জগন শক্তি পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের চার ডিসেম্বর, আর শুরু থেকেই ছবিটি ঘিরে উত্তেজনা যেন থামছেই না।
দুজনেই অ্যাকশন ঘরানায় আলাদা পরিচয়ের মালিক। অজয়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা, হিসেবি সংলাপ আর স্থির দৃষ্টির শক্তি ও সব মিলিয়ে তিনি ফেরত আসছেন খাঁটি অ্যাকশনের ময়দানে।
অন্যদিকে সঞ্জয় দত্তের পর্দায় উপস্থিতি মানেই এক ধরনের অন্ধকার শক্তির অনুভব, যার সামনে দাঁড়ানো সহজ নয়। ফলে দুই তারকার এই মুখোমুখি সংঘর্ষ যে পর্দায় বিস্ফোরণ ঘটাবে, তা বলিউডের ভক্তরা এখন থেকেই নিশ্চিত হয়ে উঠেছেন।
ছবির আরেক বড় আকর্ষণ তামান্না ভাটিয়া। গুরুত্বপূর্ণ ভূমিকায় তার যুক্ত হওয়ায় গল্পে নতুন মোড় আসবে বলে ধারণা করছেন অনেকে। যেভাবে তাকে ঘিরে রহস্য তৈরি হয়েছে, তাতে তিনি যেন ছবির অপ্রত্যাশিত বাঁক বদলের মূল চালিকাশক্তিই হয়ে উঠতে পারেন।
রেঞ্জারকে ঘিরে আরেকটি বড় পরিকল্পনা হল মুক্তির সময়। ডিসেম্বর মাস বলিউডে বড় ছবির জন্য বরাবরই সৌভাগ্যের প্রতীক। সাম্প্রতিক সময়ে অ্যানিমেল কিংবা পুষ্পা টু–র সাফল্য সেই ধারা আরও সুদৃঢ় করেছে। তাই নির্মাতা ও পরিবেশকেরা বিশ্বাস করছেন, রেঞ্জারের বিশাল বাজেট, তারকাবহুল সমাহার আর অ্যাকশন–নির্ভর বিনোদন পরিবার–কেন্দ্রিক দর্শকদেরও হলে টেনে আনবে।
সব মিলিয়ে বলিউডের ক্যালেন্ডারে দুই হাজার ছাব্বিশ সালের সবচেয়ে বিস্ফোরক মুক্তির তালিকায় এখনই জায়গা করে নিয়েছে রেঞ্জার। অজয় ও সঞ্জয়ের এই সংঘর্ষ শুধু অ্যাকশনের নয়, বরং দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষারও প্রমাণ হয়ে উঠতে পারে।
এমকে/টিকে