রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) আঘাত হানা ভূমিকম্প নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
ফ্যাক্টওয়াচ হলো একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।
ফ্যাক্টওয়াচ জানায়, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। এতে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়াও ভূমিকম্পের প্রভাবে রাজধানীসহ বিভিন্ন শহরে হেলেপড়া কয়েকটি ভবনের ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এমন পটভূমিতে দ্বিতল একটি ভবনের মাঝামাঝি বড় ফাটল ধরেছে এবং বাড়ির বাদবাকি অংশ সম্পূর্ণ অক্ষত আছে- এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, এটি বাস্তব কোনো ছবি নয়, এআই দিয়ে এমন ছবি তৈরি করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।
টিজে/টিকে