বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের পুনর্গঠন ও গণতন্ত্রকে সুসংহত করতে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিকল্প নেই।
তিনি বলেন, জাতির এই সংকটময় সময়ে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের রূপরেখা স্পষ্ট করে দিয়েছেন তারেক রহমান। তাঁর ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন বাংলাদেশ গড়ে উঠবে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মদনহাট পাবনা পাড়া মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকদার।
দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সকলকে রাজনীতি করার স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তাঁর সহধর্মিণী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপোষহীন রাজনীতির মাধ্যমে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছেন। তিনি কখনও দলের কর্মী বা দেশের মানুষকে বিপদে ফেলে শেখ হাসিনার মতো বিদেশে পালিয়ে যাননি।
তিনি বলেন, তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তাতে স্পষ্টভাবে সব ধর্মের মানুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। ধর্ম যার যার বাংলাদেশ সবার এটাই বিএনপির রাজনৈতিক আদর্শ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নলডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান আতা, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।
এমআর/টিকে