পতিত আওয়ামী লীগ সরকার মুখে মুখে গণতন্ত্রের কথা বলে দিনের ভোট রাতে নিয়ে জোর করে ক্ষমতায় ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) এদেশের শিক্ষা অর্থনীতি ও সবকিছুতে ধ্বংস করে দিয়ে শত কোটি টাকা বিদেশে পাচার করেছে।
শনিবার (২২ নভেম্বর) বিকালে চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে তিনি এসব কথা বলেন।
স্থানীয় উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ধানের শীষের নির্বাচনি প্রচারণামূলক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন, বিগত ১৫ বছর ভোট দিতে পারেন নাই- তাদের উদ্দেশে আমি বলতে চাই, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে ১৮ বছর বয়সি তরুণ থেকে প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবেন এবং দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করবেন।
মঈন খান বলেন, আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে। বাংলাদেশ একটি বিচিত্র দেশ।
তিনি বলেন, সত্যিকার অর্থে এদেশের মানুষকে কেউ যদি বলে- আমি তোমাদের এক হাতে অর্থকড়ি দেব, তারা অর্থবৃত্ত না নিয়ে নির্বাচন চাইবে। দেশের মানুষ নির্বাচনমুখী, যারা নির্বাচনের নামে বিভিন্ন দাবি-দাওয়া তুলে নির্বাচনকে বানচাল করতে চায়, দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। গণতন্ত্র হত্যা ও অন্যায় জুলুমের প্রতিবাদে দেশের মানুষ ফুঁসে উঠেছে, দেশের মানুষ দ্রুত নির্বাচন চান।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে হামলা, মামলা, গুম, হত্যা, নির্যাতনের কারণে দেশের ১৮ কোটি মানুষ অতিষ্ঠ করে তুলেছিল। তাই ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের কর্মীদের বিপদে ফেলে কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়েছেন নেতারা।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
উপজেলা বিএনপির সভাপতি মো. খাইরুল আবেদীন স্বপনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর পিন্সিপাল মাওলানা শাহ নেসারুল হক ও ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন প্রমুখ।
এমকে/এসএন