দীর্ঘদিন ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ হঠাৎই বন্ধ হয়ে যাওয়ার খবর এক ঝটকায় নায়ক রাহুল মজুমদারের জন্য অবিশ্বাস্য অভিজ্ঞতা হয়ে উঠেছে। শুটিং সেটে এসে তিনি প্রথমবার জানতে পারেন, যে সিরিয়ালটি আর চলবে না। ১০ বছরের অভিনয়জীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, তা তিনি কল্পনাও করেননি।
আনন্দবাজার ডট কমের সঙ্গে খোলাখুলিভাবে রাহুল জানালেন, “আমাকে স্পষ্ট বলা হয়েছিল সিরিয়ালটি অনেকদিন চলবে। সেই বিশ্বাসে বেশ কিছু ভাল কাজও ছেড়ে দিয়েছিলাম। শুক্রবার সকালে শুট করতে এসে ঠিক ১০টায় জানানো হল ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে।”
দর্শকপ্রিয় জুটি রাহুল মজুমদার ও স্বস্তিকা ঘোষের মধ্যে স্বল্প সময়ে তৈরি হওয়া জনপ্রিয়তা এবং ভালো রেটিং থাকলেও কেন ধারাবাহিক বন্ধ হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। সম্প্রতি টেলিসন্মান পুরস্কারেও তারা সম্মানিত হয়েছেন, তবুও কোনো নিশ্চিত কারণ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, নভেম্বরের শেষ পর্যন্ত শুটিং সম্পূর্ণ হবে এবং ৪ ডিসেম্বরের দিকে শেষ পর্ব সম্প্রচার হতে পারে। রাহুলের মতো অভিনেতাদের জন্য এই হঠাৎ সিদ্ধান্ত এক ধরনের হতাশা এবং বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এমকে/টিকে