সঙ্গীতের জগতে জীবন কখনও থমকে থাকে না এই কথাটি আবারও প্রমাণ করেছেন পাপন। তিনি জানান, তাঁর বন্ধু ও শিল্পী প্রয়াত জুবিন মহারাজও ১৯৯৮ সালের আশপাশে মাকে হারিয়েছেন। এই দুঃখের খবর শুনে পাপন জুবিনের স্টুডিওয় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।
পাপন শেয়ার করেছেন, জুবিন তার মা হারানোর একদিন পরেই নতুন গান তৈরি করতে শুরু করেছিলেন। “এটাই সঙ্গীতকারের জীবন। দুঃখের মাঝেও সঙ্গীতের সুর থেমে থাকে না। দুঃখ পেরিয়ে গান তৈরি করতে হবে ‘দ্য শো মাস্ট গো অন’,” বললেন পাপন।
এই ঘটনা দেখায়, শিল্পীর জীবনে ব্যক্তিগত ব্যথা ও সৃজনশীলতার মিলন কতটা গভীর। দর্শক ও ভক্তরা অনুপ্রাণিত হচ্ছেন শিল্পীর ধৈর্য, পেশাদারিত্ব এবং সঙ্গীতের প্রতি অটল নিষ্ঠা দেখে।
আরপি/টিকে