মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক মন্ডলের সঙ্গে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ ভূঞাপুর উপজেলা কমান্ড কার্যালয় থেকে এ বিক্ষোভ শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান জাতি কোনোভাবেই মেনে নেবে না। তারা সারা দেশের মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. চান মিয়া বলেন, যে নাকি জাতির শ্রেষ্ঠ সন্তান,যে নাকি বীর মুক্তিযোদ্ধা। এই জাতি যাকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যায়িত করেছে। সেই সন্তান সেই খালেক মন্ডলের বিরুদ্ধে আমাদের বাসাইল-সখীপুরের এমপি প্রার্থী আহমেদ আযম খান কটূক্তি করেছেন। আজকে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপামর জনসাধারণ এই কটূক্তির কারণে, এই অসৌজন্য আচরণের কারণে আমরা নিন্দা জানাচ্ছি এবং তাকে যে বক্তব্যে রেখেছে সেই বক্তব্যে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান করছি।
এ সময় সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ হাবীব, ভূঞাপুর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি সাজাহান কবীর লিটন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান ভুটটু, ভূঞাপুর থানা কমান্ডের আহ্বায়ক নুরুজ্জামান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আলমগীর প্রমুখ।
টিজে/টিকে