হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্প্রতি গুরুতরভাবে আহত হয়েছেন নতুন ছবি ইথা–র শুটিং সেটে। ছবিটিতে তিনি কিংবদন্তি তমাশা শিল্পী ভিঠাবাই ভাউ মাঙ্গ নারায়নগাঁওকর, এর চরিত্রে অভিনয় করছেন। চরিত্রটির জন্য প্রয়োজনীয় দ্রুতগতির লাভনি নৃত্য পরিবেশনের সময় তার বাম পা ভেঙে যায়। তখন তিনি সম্পূর্ণ ঐতিহ্যবাহী সাজে ছিলেন, নউভারী শাড়ি, কোমরপট্টাসহ সব অলংকারে সজ্জিত।
চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে শ্রদ্ধা প্রায় ১৫ কেজি ওজন বাড়িয়েছেন। শুটিং বন্ধ না করতে তিনি প্রথমে নিজেই পরামর্শ দেন, নিকট-শট (ক্লোজ-আপ) নিয়ে কাজ এগিয়ে নেওয়ার। এরপর মুম্বাইতে শুটিং চললেও ব্যথা ক্রমশ বেড়ে গেলে শেষ পর্যন্ত ছবির কাজ পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয় ইউনিট।
নাশিকের শুটিং সূচি আপাতত বাতিল করা হয়েছে। ছবির দল অল্প সময়ের বিরতিতে গেছে এবং জানিয়েছে, শ্রদ্ধা পুরোপুরি সুস্থ হয়ে উঠলে প্রায় দুই সপ্তাহ পর আবার শুটিং শুরু হবে।
এমআর/টিকে