টলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ সম্প্রতি নারীবাদ ও সমসাময়িক সমাজের ভাবনাকে কেন্দ্র করে খোলামেলা মত প্রকাশ করেছেন। তিনি বলেন, “পুরুষদের যদি প্রশ্ন করা হয়, ‘আপনি কি নারীবাদী?’ রেগে গিয়ে বলে ‘না, আমি নারীবাদী নই। ’ যেন নারীবাদী কথাটা খুব খারাপ। আসলে এরা নারীবাদী কথার অর্থই জানে না।”
ফাতিমা সানা শেখের এই মন্তব্যে উঠে এসেছে সমাজের মধ্যে নারীবাদের ভুল ধারণা এবং প্রথাগত মনোভাবের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান। তিনি মনে করেন, অনেক পুরুষ নারীবাদের মূল অর্থ বোঝে না, তাই তা শুনলেই নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, সমতার দৃষ্টিভঙ্গি নিয়ে সচেতনতা শুধু নারীদের মধ্যেই নয়, পুরুষদের মধ্যেও থাকা প্রয়োজন।
অভিনেত্রী এই মন্তব্যের মাধ্যমে চেষ্টা করেছেন দর্শক ও সমাজকে বোঝাতে, নারীবাদ মানেই কোনো নেতিবাচক বা প্রাধান্যপ্রাপ্ত দৃষ্টিভঙ্গি নয়; বরং এটি সমতার এক সচেতন প্রচেষ্টা। ফাতিমার মতে, নারীবাদের মূল লক্ষ্য হলো সকল লিঙ্গের মানুষের অধিকার ও মর্যাদা সমানভাবে প্রতিষ্ঠা করা।
ফাতিমা সানা শেখের এই বক্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সমর্থক এবং সমালোচক উভয়ের মনোযোগ আকর্ষণ করেছে। অনেকে মনে করছেন, তরুণ সমাজের মধ্যে সচেতনতা ও সমতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের খোলামেলা বক্তব্য খুবই প্রয়োজন।
আইকে/টিএ