সুরজিৎ সেনকে মনে আছে? বাংলা ছবির ভিলেন হিসেবে এক সময় যাঁর দাপটে মুগ্ধ হয়েছিল দর্শক। দেব বা জিৎ—টলিউডের নায়কদের বিপরীতে নিয়মিতই তাঁকে দেখা যেত শক্তিশালী নেতিবাচক চরিত্রে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করেছেন তিনি।
কিন্তু গত কয়েক বছর ধরে আর তেমনভাবে কোনও ছবি বা সিরিয়ালে দেখা যাচ্ছে না তাঁকে। অনেকে ভাবছেন—কোথায় হারিয়ে গেলেন এই অভিনেতা? নিজেই তার উত্তর দিলেন সুরজিৎ। বললেন, “মুম্বইতে যদি কেউ স্ট্রাগল করে এবং ঠিকঠাক জায়গা করে নিতে পারে, তবেই বলা যায় সে কিছু অর্জন করেছে। বাংলায় টাকার অঙ্কটা কার্যত শূন্য।
অভিনয় করে যে পারিশ্রমিক পেতাম, তার চেয়ে এখন দোকান থেকে আয় অনেক বেশি—আর সঙ্গে রয়েছে সম্মান।” তিনি আরও যোগ করেন, “একসময় সাফল্য দেখেছি, আজ অন্য জায়গায় দাঁড়িয়ে আছি। প্রথমে মানতে অসুবিধে হয়েছিল, কিন্তু এখন মানতে পারছি। এখন কোনও সমস্যাই হয় না। বরং এখন মানসিক শান্তিতে আছি।”
আইকে/টিএ