বন্দর ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধের দাবিতে আগামী রোববার (২৩ নভেম্বর) দেশব্যাপী বিক্ষোভ করবে বাম গণতান্ত্রিক জোট।
শনিবার (২২ নভেম্বর) জোটের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, লালদিয়া ও পানগাঁও কন্টেইনার টার্মিনাল ইজারা চুক্তির বাতিলের দাবিতে এবং নিউমুরিং, পতেঙ্গা ও মংলা বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে রোববার (২৩ নভেম্বর) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় বিকেল ৩টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে রোববারের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত হয়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন-লুণ্ঠন থেকে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়েছেন।
ইউটি/টিএ