২০২৬ সালের প্রথম দিকেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনন্যা গুহ ও সুকান্ত কুন্ডু। ইতিমধ্যেই দুই পরিবারের মধ্যে শুরু হয়ে গিয়েছে বিয়ের তোড়জোড়- শপিং, প্রি-ওয়েডিং সেলিব্রেশন, ট্যুর, সবই চলছে সমান তালে। কিছুদিন আগেই অনন্যার সঙ্গে কেরালা ঘুরে এসেছেন সুকান্ত।
অন্যদিকে, অনন্যাও বন্ধুদের সঙ্গে সেরে ফেলেছেন ব্যাচেলর পার্টি। সোশ্যাল মিডিয়ায় এই হবু দম্পতির ছবি দেখে ইতিমধ্যেই উচ্ছ্বসিত ফ্যানরা।
তবে বিয়ের আগে সবার মাথায় যে একটা চিন্তা থাকে, সেটা হল বাড়তি ওজন কমানো। এই দুশ্চিন্তা শুধু মেয়েদেরই নয়, ছেলেদেরও। কিন্তু সমস্যা হল- সময়! বিয়ের প্রস্তুতিতে দু’জনেই এতটাই ব্যস্ত যে আলাদা করে জিমে যাওয়ার সময়ই পাচ্ছেন না অনন্যা ও সুকান্ত।
তাই খুঁজে নিয়েছেন এক অভিনব সমাধান, বাড়িতেই টিভির সামনে দাঁড়িয়ে ফিটনেস ট্রেনিং! সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সুকান্ত লেখেন, “আমাদের ফিটনেস জার্নি।”
ভিডিওতে দেখা যায়, বাড়ির একটি বড় টিভির সামনে দাঁড়িয়েই ব্যায়াম করছেন দু’জনে। টিভির স্ক্রিনে দেখানো হচ্ছে বিভিন্ন নির্দেশ, আর তা অনবদ্য কায়দায় কপি করছেন অনন্যা ও সুকান্ত।
প্রথমে আসে “থ্রো”—কোনও কিছু ছুঁড়ে ফেলার মতো হাতের ব্যায়াম। তারপর “পুল”—অদৃশ্য শক্তিকে যেন নিজের দিকে টেনে আনছেন দু’জন।
তৃতীয় ব্যায়ামটি ঘুরিয়ে ঘুরিয়ে টার্ন—যাতে হাত ও কোমর দু’দিকেই হচ্ছে কাজ। শেষে আসে “নক”—অর্থাৎ ঠেলে দেওয়ার মতো ঘুষির স্টেপ, যা হাত, কাঁধ ও শরীরের উপরের অংশকে অ্যাক্টিভ করে। এই ভিডিও দেখে নেটিজেনরাও দারুণ মজা পেয়েছেন। কেউ লিখেছেন—“ভীষণ মজার।”
আবার কেউ বলছেন—“হাস্যকর হলেও বেশ কাজের।
এমন অভিনব ঘরোয়া ওয়ার্কআউট আগে কখনও দেখেননি বলেও মন্তব্য করেছেন অনেকে। জানা গিয়েছে—অভিনেত্রী অনন্যা যেমন পর্দায় ব্যস্ত, তেমনই আইটি পেশায় কর্মরত সুকান্ত। তবে দু’জনেরই লক্ষ্য এক—সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে নিজেদের আলাদা জায়গা তৈরি করা।
ফলে আপাতত তাঁদের বিভিন্ন ভ্লগ, পোস্ট ও রিল—সব জায়গাতেই এখন শুধু বিয়ের প্রস্তুতির ঝলক। আর সেই সঙ্গে বাড়িতেই ফিট থাকার এই অনবদ্য উদ্যোগ নিঃসন্দেহে ভাইরাল হয়ে উঠেছে।
আইকে/টিএ