অ্যাওয়ার্ড, ট্রফি বা পুরস্কার এসব নিয়ে বরাবরই সংশয়ী তিনি। বলিউডের আলোচিত অভিনেতা আমির খান আবারও জানালেন, বাহুল্যপূর্ণ পুরস্কার অনুষ্ঠানে তাঁর কোনো বিশ্বাস নেই। তাঁর কাছে সবচেয়ে বড় স্বীকৃতি একটাই দর্শকের ভালোবাসা।
এক অনুষ্ঠানে আমির বলেন, “আমি অ্যাওয়ার্ডে বিশ্বাস করি না। আমার কাছে আসল অ্যাওয়ার্ড হলো যখন দর্শক টিকিট কেটে আমার সিনেমা দেখে হল থেকে হাসিমুখে বের হয়।”
দর্শকের প্রতিটি প্রতিক্রিয়াকেই তিনি মনে করেন তাঁর প্রকৃত শক্তি। আমির আরও জানান, একজন অভিনেতার সাফল্য কোনো শেলফে সাজানো ট্রফিতে নয়, বরং সেই মানুষগুলোর মুখে, যারা সিনেমা দেখার পর তৃপ্তি নিয়ে বাড়ি ফেরেন।
নানা সময়েই বাণিজ্যিক ফর্মুলার বাইরে গিয়ে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় দর্শকের প্রতি এই দায়বদ্ধতা, এই সম্মান যা আমিরকে আজও ইন্ডাস্ট্রির অন্যতম বিশ্বাসযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত করে রেখেছে।
এসএস/টিকে