যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর এবার ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিলের হিড়িক

একদিন আগেই ভেনেজুয়েলার আকাশপথে নিরাপত্তা ঝুঁকি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল যুক্তরাষ্ট্র। এরপরই বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলা থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে।

একই সময়ে ভেনেজুয়েলাকে ঘিরে নতুন ধরনের অভিযান শুরুর প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ এবং সিমন বলিভার মাইকেটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট জানিয়েছে, শনিবার ব্রাজিলের গোল, কলম্বিয়ার অ্যাভিয়াঙ্কা, চিলির লাতাম, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ক্যারিবিয়ান এয়ারলাইনস এবং ট্যাপ এয়ার পর্তুগাল কারাকাস থেকে ফ্লাইটগুলো বাতিল করেছে।

কলম্বিয়ার বিমান নিয়ন্ত্রক সংস্থা অ্যারোনটিকা সিভিল এক বিবৃতিতে জানায়, মাইকেটিয়া এলাকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সামরিক কার্যক্রম বৃদ্ধির কারণে সেখানে ফ্লাইট পরিচালনায় “সম্ভাব্য ঝুঁকি” তৈরি হয়েছে।

ট্যাপ এয়ার পর্তুগালও নিশ্চিত করেছে, তারা শনিবার এবং আসন্ন মঙ্গলবারের ফ্লাইট বাতিল করেছে। প্রতিষ্ঠানটি বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, “যুক্তরাষ্ট্রের বিমান কর্তৃপক্ষের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ভেনেজুয়েলার আকাশসীমায় নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।”

স্পেনের আইবেরিয়াও জানিয়েছে, তারা সোমবার থেকে কারাকাস রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখবে। তবে শনিবার কারাকাস থেকে মাদ্রিদের ফ্লাইটটি পরিকল্পনা অনুযায়ীই ছেড়ে গেছে। আইবেরিয়ার এক মুখপাত্র বলেন, “কখন ফ্লাইট পুনরায় চালু করা হবে, পরিস্থিতি দেখে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

অন্যদিকে কোপা এয়ারলাইন্স ও উইঙ্গো শনিবার মাইকেটিয়া থেকে তাদের নির্ধারিত ফ্লাইট চালু রেখেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাদের সতর্কবার্তায় জানায়, ভেনেজুয়েলা ও আশপাশের অঞ্চলে “নিরাপত্তাহীনতা বাড়ছে এবং সামরিক তৎপরতা বেড়েছে”, যা যেকোনো উচ্চতায় উড়োজাহাজ চলাচলে ঝুঁকি তৈরি করতে পারে।

সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে। মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী, অন্তত আটটি যুদ্ধজাহাজ এবং এফ-৩৫ যুদ্ধবিমান সেখানে মোতায়েন রয়েছে।

এদিকে রয়টার্সকে চারজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট “অপারেশনের” নতুন পর্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দুই কর্মকর্তা বলেন, প্রথম ধাপে গোপন অভিযান শুরু হতে পারে, যা মূলত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে পরিচালিত হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, “মাদক যুক্তরাষ্ট্রে ঢোকা বন্ধ করতে এবং এ জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে আমেরিকার সব ধরনের সামর্থ্য ব্যবহার করতে প্রস্তুত।”

রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্রের বিবেচনায় থাকা অপশনগুলোর মধ্যে মাদুরোকে উৎখাতের প্রচেষ্টাও রয়েছে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সম্পর্কের তিক্ত সত্য তুলে ধরলেন কন্টেন্ট নির্মাতা জুয়েল রানা Jan 08, 2026
img
সব খেলোয়াড়দের জীবন এক হয় না : নাঈম Jan 08, 2026
img
স্ত্রীকে নিয়ে দুষ্টামি করে ক্ষমা চেয়েছি : জোভান Jan 08, 2026
img
গাজীপুরে এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ছিনতাই Jan 08, 2026
img
ঘানার পলাতক সাবেক অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার Jan 08, 2026
img
সরকারি খরচে আইনজীবী পাচ্ছেন কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতা Jan 08, 2026
img
কোচ মিকি আর্থারকে কথা দিয়ে রেখেছেন লিটন Jan 08, 2026
img
শেষ ছবির শুটিং সেটে কিংবদন্তি ধর্মেন্দ্র প্রশ্ন করেন, ‘আমি কেন নাচতে পারব না?’ Jan 08, 2026
img
টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে: টুকু Jan 08, 2026
img
এবার তেলবাহী বিদেশি জাহাজ জব্দ করলো ইরান Jan 08, 2026
img
খাজাকে বিদায়ী উপহার দিল অস্ট্রেলিয়া Jan 08, 2026
img
জুলাই-কে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব : আসিফ নজরুল Jan 08, 2026
img
অনিশ্চয়তার মুখে থালাপতি বিজয়ের শেষ সিনেমার মুক্তি! Jan 08, 2026
img
নয়াপল্টনে মোসাব্বিরের জানাজা সম্পন্ন Jan 08, 2026
img
ক্রিকেটারদের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে আপস করব না : আসিফ নজরুল Jan 08, 2026
img
স্যানন পরিবারে বিয়ের সানাই, প্রেমিকের সঙ্গে বোনের বিয়েতে যাচ্ছেন কৃতী! Jan 08, 2026
img
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে প্রাণ হারালেন এক যুবক Jan 08, 2026
img
ধুরন্ধর নিয়ে মধ্যপ্রাচ্যে সংকট, প্রধানমন্ত্রীর দ্বারস্থ বলিউড Jan 08, 2026
img
মোস্তাফিজের সঙ্গে যা ঘটেছে, হতাশাজনক: মিকি আর্থার Jan 08, 2026
img
অ্যাশেজের ব্যর্থতার ‘গভীর পর্যালোচনা’ চলছে: ইসিবি প্রধান Jan 08, 2026