আবির চ্যাটার্জির কণ্ঠে যেন এক ধরনের অবকাশহীন স্পষ্টতা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বায়োপিক নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখনই জনপ্রিয় এই অভিনেতা জানালেন নিজের অনাগ্রহের কথা। তাঁর মতে, কোনো ব্যক্তিকে যখন সমাজ ঈশ্বরতুল্য করে তুলে ধরে, তখন তার ব্যক্তিগত জীবনের ক্ষুদ্রতম দিকও নজরে আসে। আর ঠিক সেই জায়গাটাই তাঁর পছন্দ নয়। তাই বায়োপিক দেখাও না, অভিনয় তো আরও নয়।
আবিরের ব্যাখ্যায় যেন এক ধরনের শিল্পীসুলভ সততা। তিনি মনে করেন, বাস্তব চরিত্রের জীবনে ঢুকে যাওয়ার মানে শুধু অভিনয় নয়, বরং তার অন্ধকার, দ্বন্দ্ব, ভুল বা ব্যক্তিগত যন্ত্রণার ভেতরেও হেঁটে যাওয়া। আর সেই জায়গাটাই তাঁর মতে, অস্বস্তির। দর্শক যখন কাউকে অতি-মানবিক আসনে বসিয়ে ফেলে, তখন তার মানবীয় দিকগুলো দেখলে অনেক সময় বিস্ময় বা হতাশা তৈরি হয়। সেই অসামঞ্জস্য তিনি নিজের অভিনয়ের পরিসরে আনতে চান না।
তবে আবিরের এই অবস্থান তাঁর কাজের প্রতি সংবেদনশীলতারও ইঙ্গিত দেয়। তিনি গল্পের জগৎকে ভালোবাসেন, কিন্তু মানুষের বাস্তব জীবনকে গল্পের কাঠামোয় বেঁধে ফেলার ধারণা তাঁকে টানে না। তাই ভবিষ্যতেও বায়োপিকের প্রস্তাব এলেও, তা যে তিনি ফিরিয়ে দেবেন এ কথাই যেন আগেভাগেই জানিয়ে রাখলেন এই তারকা।
আরপি/টিকে