অন্যরা যাই করুক, বিএনপি সাংঘর্ষিক কোনও রাজনীতিতে যাবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ড্যাব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খসরু জানান, দেশে স্থিতিশীলতায় গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা নিশ্চিতে নানা বিষয়ে জোর দেন তিনি। বিএনপিকে উদ্যোগ নিয়ে দেশের মানুষের কাছে তা ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
এসময় তিনি আরও বলেন, বিএনপি উচ্চাকাঙ্ক্ষী বলেই ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে।’ নতুন বাংলাদেশ গঠনে মেধাভিত্তিক রাজনীতির দিকে এগোতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক , অযৌক্তিক আন্দোলন এবং ষড়যন্ত্র না করে নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান । বলেন,আওয়ামী লীগের সাথে আঁতাত করে, একটি পক্ষ বাংলাদেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।
এ ছাড়াও, সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দেন রিজভী আহমেদ।
কেএন/টিকে