নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার পঞ্চবটি-মুক্তারপুরে সড়কে নির্মাণ কাজে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বর্তমানে ওই এলাকা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
রোববার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চবটি-মুক্তারপুর উড়ালসড়কের নির্মাণ কাজে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। জরুরি টিম লিকেজ মেরামতের কাজ করছে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
টিজে/টিএ