আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ইতোমধ্যে ৩০০ প্রার্থী যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই তালিকা প্রকাশ করা হবে।
রোববার (২৩ নভেম্বর) কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নাহিদ বলেন, আমাদের লক্ষ্য, উদ্দেশ্য বিশেষত আমরা সংস্কার ও বিচারের কথা বলছি, এই জায়গায় যদি কোনো রাজনৈতিক দল আমাদের সঙ্গে আসতে চায়, আমরা ‘ওপেন’ আছি। এনসিপি একককভাবে আগাবে। অন্য কেউ এনসিপির সঙ্গে আসবে কি না, এটা তাদের কাছে জিজ্ঞেস করুন।
নাহিদ বলেন, পুলিশের যে সংস্কার, তা যথাযথ হয়নি। সেটি যেন নির্বাচনে কোনো প্রভাব না ফেলে সে বিষয়ে সরকারকে আশ্বস্ত করতে হবে, যে সরকার এবং নির্বাচন কমিশন এ বিষয়ে কী ভূমিকা নিচ্ছে। আমরা শুরু থেকেই নির্বাচন কমিশনের কিছু ত্রুটির বিষয়ে বলে আসছি। নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আরও ঘনিষ্ঠতা প্রয়োজন। বারবার সংলাপে বসা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর কথা শোনা প্রয়োজন। এসব প্রক্রিয়া অনুসরণ করা হলে আমরা বলব, ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু হতে পারে।
নাহিদ বলেন, এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং ৩০০ প্রার্থী যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলমান আছে। শিগগিরই আমরা তালিকা প্রকাশ করব। দ্বিতীয়, আমরা বলেছি, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য বিশেষত বিচার ও সংস্কারের কথা বলছি, এই জায়গায় কোনো রাজনৈতিক দল যদি আমাদের সঙ্গে আসতে চায়, আমরা ওপেন আছি।
সম্প্রতি বিএনপি ও জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে এনসিপির মধ্যে এক ধরনের টানাপড়েন চলছে, এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় নাহিদ বলেন, এই ধরনের নিউজ সত্য নয়। এটি এনসিপিকে ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে। একটা দিকে ভেতরের টানাপড়েন দেখানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, এনসিপি যে সিদ্ধান্ত নেবে, তারা দীর্ঘমেয়াদি লক্ষ ও জনগণের প্রতি কমিটমেন্ট চিন্তা করেই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবে। যারা সরকারে রয়েছে, আমরা মনে করি, তারা সরকারের অংশ, যারা দলে রয়েছে, তাদের নিয়েই এনসিপি সিদ্ধান্ত নেবে।
সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে তরুণদের যে আত্মত্যাগ এবং জুলাই আগস্টে অবদান, সেতার প্রতি সহমর্মিতা ও সমর্থন ব্যাক্ত করেছেন। বাংলাদেশে যে পরিবর্তন হচ্ছে, তা যেন সুষ্ঠু প্রক্রিয়ায় হয়, সে আশা ব্যাক্ত করেছেন। নতুন ও তরুণদের দল হিসেবে এনসিপির প্রতি শুভকামনা জানিয়েছেন।
তিনি বলেন, আমরাও ভুটান ও বাংলাদেশের সঙ্গে কীভাবে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করা যায়, সে বিষয়ে কথা বলেছি। আমরা আমাদের পরিকল্পনার কথা বলেছি। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আমাদের যে সুদূরপ্রসারী ভিশন রয়েছে, সেখানে ভুটান যে গুরুত্বপূর্ণ দেশ, সে ভিশনের কথা বলেছি।
এসএস/টিকে