রাজধানী ঢাকায় চারদিব্যাপী শিক্ষা মেলার আয়োজন করেছে 'পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর'। আজ সোমবার বেলা ১১টায় হোটেল রেডিসন ব্লুতে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন হয়। বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব উল আলম ও বাংলাদেশের নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম বলেন, মেলার এই আয়োজন দুই দেশের উচ্চশিক্ষাযর সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করবে।
বাংলাদেশের ৫ লাখের বেশি শিক্ষার্থী এই মেলার মাধ্যমে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কলারশিপে ভর্তির সুযোগ পাবেন। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করি।
পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার বলেন, মেডিক্যাল সাইন্স ইঞ্জিনিয়ারিং ও সোশ্যাল সাইন্সসহ বিভিন্ন সেক্টরে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে যুব সমাজকে আরো দক্ষ করে গড়ে তোলা সম্ভব হবে। শিক্ষার পাশাপাশি এই মেলা দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও মর্যাদাপূর্ণ সম্পর্ক তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, এটি পাকিস্তানের সবচেয়ে বড় শিক্ষা মেলা। এই মেলার মাধ্যমে ৫ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীকে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ দেওয়া হবে। ক্ষেত্র বিশেষ ফুল ফ্রি স্কলারশিপের পাশাপাশি থাকছে বিনামূল্য বিমান টিকেট সুবিধা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও উভয় দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষা মেলাসহ অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।
বেলা ১১ টা থেকে শুরু হয়ে এই মেলা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। চার দিব্যাপী এই শিক্ষা মেলায় আগামী ২৬ নভেম্বর বেলা ১১টা-বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২৮ নভেম্বর বেলা ১১টা-বিকেল ৫টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ৩০ নভেম্বর সকেল ১১টা-বিকেল ৫টা পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
মেলায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে করাচির ডাউ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, রাওয়ালপিন্ডির ফাতিমা জিন্নাহ মহিলা বিশ্ববিদ্যালয়, লাহোরের লাহোর বিশ্ববিদ্যালয় (ইউওএল), জামশোরো লিয়াকত মেডিকেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, জামশোরোর লিয়াকত মেডিকেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ইসলামাবাদের জাতীয় আধুনিক ভাষা বিশ্ববিদ্যালয়, করাচির এনইডি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, লাহোরের বীকনহাউস অ্যাসোসিয়েশনাল ইউনিভার্সিটি, পাক অস্ট্রিয়া ফাচোচশুল ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার অ্যান্ড ইমার্জিং সায়েন্সেস, কমস্যাটস বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ (সিইউআই), লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস, জাতীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এবি/টিকে