বেহেশতের টিকিট বিক্রি করে জনসমর্থন পাওয়া যায় না: জয়নুল আবদীন

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, গ্রামে যান, মসজিদে যান, ঘরে ঘরে মা বোনদেরকে বিভ্রান্ত করে বেহেশতের টিকিট বিক্রি করে জনগণের সমর্থন পাওয়া যায় না।

তিনি বলেন, জনগণের সমর্থন পেতে হলে ৫৫ বছর পর নতুন করে মানুষের কাছে যাওয়ার যে সুযোগ পেয়েছেন, সেটার সৎ ব্যবহার করতে হবে। জনগণের কাছে গেলে তারা প্রশ্ন করবে একাত্তরে আপনারা কী করেছিলেন? সেই প্রশ্ন থেকে পালানোর চেষ্টা না করে ভুলগুলো স্বীকার করা উচিত।

সোমবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, গ্রামে যান, মসজিদে যান, ঘরে ঘরে মা বোনদেরকে বিভ্রান্ত করে বেহেশতের টিকিট বিক্রি করে জনগণের সমর্থন পাওয়া যায় না। জনগণের সমর্থন পেতে হলে ৫৫ বছর পর নতুন করে মানুষের কাছে যাওয়ার যে সুযোগ পেয়েছেন , সেটার সৎ ব্যবহার করতে হবে। জনগণের কাছে গেলে তারা প্রশ্ন করবে একাত্তরে আপনারা কী করেছিলেন? সেই প্রশ্ন থেকে পালানোর চেষ্টা না করে ভুলগুলো স্বীকার করা উচিত।

তিনি বলেন, যারা আমার মায়ের বুক থেকে সন্তান ছিনিয়ে নিয়ে গুলি করে হত্যা করেছে… যারা আমরা ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি সেই আমাদের বাবা-মাকে লাঠিপেটা করেছে… যাদের মাথায় পা রেখে রিকশার নিচে বসিয়ে ১৪-১৫ কিলোমিটার হাঁটিয়েছে সেই স্মৃতি আজও মনে আছে। তাই এসব পুরোনো ইতিহাস তুলে কারো মনে কষ্ট দিতে চাই না। কিন্তু অনুরোধ করব নিজেদের ভুল বুঝে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকুন।

জয়নুল আবদীন ফারুক বলেন, ড. ইউনুস সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আমাদের একটা আশা, একটা ভরসা যে দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পরপরই কোনো কোনো দল বিভিন্ন দাবি তুলছে। এগুলো ন্যায্য কি না, সেটা জনগণই বিচার করবে। কয়েকদিন আগে শুনলাম, ‘পিয়ার পদ্ধতিতে’ নির্বাচন দিতে হবে। আবার কেউ বলছে, আগে গণভোট দিতে হবে। নানা অজুহাতে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চলছে।

বিরোধী দলের সাবেক এ চিপ হুইপ বলেন, যারা এ নির্বাচনকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত দয়া করে বিরত হন। অনুগ্রহ করে এমন বক্তব্য দেবেন না যা জনগণ গ্রহণ করবে না। এখন তো শেখ হাসিনা নেই এমন কথা বলে তার লুকিয়ে থাকা অনুসারীদের আবার সক্রিয় করার সুযোগ দেবেন না। এসব কথা থেকে বিরত থাকুন। কারণ পরে আবার বলা হবে হাসিনা আসবে, হাসিনা মিসিং করবে, অবরোধ করবে, লকডাউন দেবে। দশ দিনেও তো আমরা এমন কিছু দেখিনি। তাই আমার মনে হয়, এমন উসকানিমূলক কথাবার্তা বলা ঠিক নয়।

যারা আজ নির্বাচনে যাচ্ছেন, যারা হাসিনা-বিরোধী আন্দোলনে রাজপথে ছিলেন তাদের সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সরকার জনগণের সরকার, এ সরকার রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত। এ সরকারকে একটি নির্বাচন করতে দিন। সে নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই হোক।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে নির্বাচন হবে সেখানে ধানের শীষের জোয়ার আরও প্রবল করে তুলুন। বিভ্রান্তি সৃষ্টি না করে আসুন, জাতীয়তাবাদী শক্তিকে আরেকবার সুযোগ দিই জনসেবা করার। প্রমাণ করে দেবেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আর কোনোদিন বিপদে পড়বে না। বাংলাদেশ থাকবে, আমার বাংলাদেশে গণতন্ত্র থাকবে।

আয়োজক সংগঠনের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সহসভাপতি এম এ ফয়সাল, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আবুল সরকারকে গ্রেপ্তার মানে আমাকে গ্রেপ্তার করা : ফরহাদ মজহার Nov 24, 2025
img
৮ বছর পরও চিরস্মরণীয় বারী সিদ্দিকীর নাম Nov 24, 2025
img

জোজো মুখোপাধ্যায়

জুবিন খুব বন্ধুবৎসল, নিজেকে আড়াল করতে জানত না Nov 24, 2025
img
এক বছরে সর্বাধিক ম্যাচ খেলে ইতিহাস গড়লেন সালমান আঘা Nov 24, 2025
"গণমাধ্যমকে কি দেশের চতুর্থ স্তম্ভ হতে চেয়েছে?" Nov 24, 2025
"রাজনৈতিক অঙ্গীকার ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়" Nov 24, 2025
"গণমাধ্যমের সত্য কথা আমাদের কাছে অপ্রিয় লাগে" Nov 24, 2025
img
সালমান এফ রহমানের ১২ একর জমি ক্রোক, ব্যাংক হিসাব জব্দ Nov 24, 2025
img
বাউল আবুল সরকারের মুক্তি দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্বারকলিপি Nov 24, 2025
img
গণমাধ্যম ধ্বংসের দিকে গেছে গত ১৬ বছরে: নুর Nov 24, 2025
img
হাসিনাকে ফেরত দিতে তাড়া দেখাবে না ভারত: সিএনএন Nov 24, 2025
img
তোমার জন‍্য কখনো, আমার এ মন গলবে না: তাসনিয়া ফারিণ Nov 24, 2025
img
সমর্থকদের বিশ্বাস রাখতে বললেন ব্রেন্ডন ম্যাককলাম Nov 24, 2025
img
ইংল্যান্ড সমর্থককে খোঁচা দিলেন অজি কিংবদন্তি মার্ভ হিউজ Nov 24, 2025
img
মিসরীয় সিনেমার প্রধান বাজার হয়ে ওঠেছে সৌদি আরব Nov 24, 2025
img
মানুষ হিসাবে কেমন, সেটাই আসল: অন্বেষা Nov 24, 2025
img
সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Nov 24, 2025
img
কাজলের নতুন রেড-কার্পেট লুক! Nov 24, 2025
img
অবশেষে চলেই গেলেন অভিনেতা ধর্মেন্দ্র Nov 24, 2025
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভুটান- মির্জা ফখরুল Nov 24, 2025