বেশ কয়েক দিন ধরেই বলিউডের বর্ষীয়ান তারকা ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সেই গুজবের অবসান ঘটিয়ে আজ সোমবার দুপুরে যেন হঠাৎই বলিউডের আকাশে নেমে আসে কালো মেঘ। না ফেরার দেশে চলে যান ধর্মেন্দ্র।
পরিবারের তরফে বিবৃতি প্রকাশ না করা হলেও মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশানে এদিন কড়া নিরাপত্তা বলয়ে খান-কাপুর, বচ্চনদের উপস্থিতিতে কিংবদন্তি অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
‘বীরু’কে আলবিদা জানাতে ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে তড়িঘড়ি শ্মশানে পৌঁছেছিলেন অমিতাভ বচ্চন। আমির খান, সালমান খানরাও ছুটে আসেন ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানাতে। শেষকৃত্যে বলিউড সেলেবদের জমায়েতের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটভুবনে। বিধ্বস্ত দেওল পরিবারের পাশে থাকতে বিকেল নাগাদ ভিলে পার্লে শ্মশানে পৌঁছান শাহরুখ খানও।
সোমবার দুপুরে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সানি দেওল, ববি দেওলদের পাশে থাকতে শেষকৃত্যে যোগ দেন বলিপাড়ার সিংহভাগ তারকারা।
এর আগে গত ১০ নভেম্বর রাতেও ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কিংবদন্তি অভিনেতাকে দেখতে হাজির হয়েছিলেন শাহরুখ-সালমানরা। এদিন শ্মশানে উপস্থিত থেকে চোখের জলে কিংবদন্তি অভিনেতাকে বিদায় জানান জ্যাকি শ্রফ, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, গোবিন্দা থেকে শুরু করে প্রবীণ অভিনেত্রী সায়রা বানু, শাবানা আজমিরা।
‘রকি অউর রানি’ ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রণবীর সিং।
স্ত্রী দীপিকা পাডুকোনকে নিয়ে তিনিও পৌঁছে যান শেষকৃত্যে।
ধর্মেন্দ্রর প্রয়াণে শোকবিধ্বস্ত দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিও। আল্লু অর্জুন, চিরিঞ্জিবীরাও। ধর্মেন্দ্রর প্রয়াণকে ‘ভারতীয় সিনে শিল্পের এক অপূরণীয় ক্ষতি’ বলে সম্বোধন করলেন রাহুল গান্ধী। হেমা মালিনী ও সানি-ববিদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
এমকে/এসএন